ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

যেমন গেল ২০২৪

যেমন গেল ২০২৪

ফাইল ছবি

গ্রন্থনা করেছেন আশিক মুস্তাফা

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ২৩:১৯

আমাদের এই উন্মাদ দুনিয়ায় যারা নতুন অতিথি, যারা তাল গাছের মতো মাথা তুলে দাঁড়াতে শুরু করেছেন নিজেদের কাজ দিয়ে, প্রতিনিধিত্বশীল এই স্বপ্নবাজদের বছরটা কেমন গেল; বিভিন্ন মাধ্যমে সাফল্যের সঙ্গে কাজ করা প্রতিনিধিত্বশীল এমন চার তরুণের কথা জানা যাক ছোট্ট করে। গ্রন্থনা করেছেন আশিক মুস্তাফা

নাহিদ রানা

বাংলাদেশের নতুন পেস সেনসেশন নাহিদ রানা। ২০২৪ সালে মাঠ কাঁপানো এই পেসারে চোখ বিশ্বসেরা ক্রিকাটরদের। সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইটও মন্তব্য করেছেন এই দাপুটে বোলারকে নিয়ে। শন টেইট বলেন, ‘আমি তাকে পাকিস্তান সিরিজে টিভিতে দেখেছি। এর আগে খুব বেশি জানতাম না ওর সম্পর্কে। অনেক লম্বা ও শক্তিশালী ছেলে। আমি বলব, বাংলাদেশের ক্রিকেটে এটি রোমাঞ্চকর একটি বিষয়, বিশেষত পেস বোলিংয়ে। যে কিনা ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে, এমন খুব কমই আছে বিশ্বে। তার ভালোভাবে যত্ন নেওয়া উচিত।’
বাংলাদেশ ক্রিকেটে ফুরফুরে হাওয়া বয়ে নিয়ে আসা এই তরুণের আগমন যেন কল্পনাকেও হার মানায়। কেবল গতিই নয়, এই তরুণ স্কিলেও যুক্ত করেছেন নানান বৈচিত্র্য। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে নিজের জানান দেওয়া ২১ পেরুনো এই তরুণ আগামীতেও ছড়ি ঘোরাবে বিশ্বসেরা ব্যাটসম্যানদের ওপর!

পেসার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

 

হামজা চৌধুরী

বাংলাদেশের হয়ে খেলার জন্য ১৯ ডিসেম্বর ফিফার অনুমতি পেয়েছেন প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে খেলা হামজা দেওয়ান চৌধুরী। এতেই অবসান হয়েছে দীর্ঘ দিনের অপেক্ষা। ২০২৪ সালের জুন মাসে হামজা বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেন এবং আগস্টে হামজার মা রাফিয়া চৌধুরী লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে হামজার বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করেন। এরপর হামজা তাঁর ক্লাব এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি চান। তাদের অনুমতির পর ফিফার চূড়ান্ত অনুমোদন আসে। 
লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর আগেই দেশের মানুষের কাছ থেকে এতো ভালোবাসা হামজার আগে কেউই পাননি! এই নিবিড় ভালোবাসা হামজাকেও ছুঁয়ে গেছে। তাই তো হামজা চৌধুরী বলেন,  
‘শেষ ধাপ সম্পন্ন হয়েছে, এবারে বাংলাদেশের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’
সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ!

ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল
 

 

কাশফিয়া আরফা

উচ্চমাধ্যমিকের গণ্ডি না পেরুতেই ২০২৪ সালে আলোচনায় আসেন ২০ বছর বয়সী রেসার কাশফিয়া আরফা। এরই মধ্যে অর্জন করেছেন বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী রেসারের খেতাব। গত ১৯ থেকে ২২ সেপ্টেম্বর ভিয়েতনামে আয়োজিত ‘এশিয়ান অটো জিমখানা চ্যাম্পিয়নশিপ ২০২৪’-এ মিক্সড ডাবল বিভাগের দ্বিতীয় পর্বে কাশফিয়া হয়েছেন ষষ্ঠ। তাতেই দেশের প্রথম এবং একমাত্র নারী রেসার হিসেবে আন্তর্জাতিক এফআইএ মোটরস্পোর্ট কম্পিটিশনে অংশ নিয়ে আলোচনায় আসেন আরফা। ১৭ অক্টোবর মালয়েশিয়ায় আরেকটি রেস শেষ করে অক্টোবরে স্পেনে অংশ নেন পৃথিবীর সবচেয়ে বড় রেসিং প্রতিযোগিতা এফআইএ মোটর গেমস ২০২৪-এ। এ প্রতিযোগিতার অটো স্ল্যালোম ক্যাটেগরিতে অংশ নেন এ নবীন রেসার। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে সদ্য উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনো কাশফিয়া আরফার এ অর্জন কেবল তাঁর ক্যারিয়ারের জন্যই নয়, দেশের মোটরস্পোর্টস কমিউনিটির জন্যও এক অনন্য মাইলফলক। 

দেশের প্রথম নারী রেসার

 

সারাফ নাওয়ার

তরুণ স্থাপত্য-শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম বৃহৎ স্থাপত্যশিল্প প্রতিযোগিতা ‘দি ইন্সপাইরেলি অ্যাওয়ার্ডস’-এ বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এমআইএসটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থী সারাফ নাওয়ার স্থাপত্য বিভাগে প্রথম স্থান অর্জন করে আলাচনায় আসেন। প্রতিযোগিতায় বিশ্বের ৯২০ প্রতিযোগীকে পেছনে ফেলে সোনাদিয়া দ্বীপের জন্য টেকসই ওশানেরিয়াম কমপ্লেক্স ডিজাইন করে সেরার সম্মাননা পেয়েছেন তিনি। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে স্থাপত্যের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। এটি ছিল প্রতিযোগিতার নবম আসর। স্থাপত্য, ইন্টেরিয়র ডিজাইন, নগর 
ও অঞ্চল পরিকল্পনা– এই তিন বিভাগে পুরস্কার দেওয়া হয় এ প্রতিযোগিতায়। সারাফ স্থাপত্য বিভাগে প্রথম বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে পুরস্কারটি পেয়েছেন। 
দি ইন্সপাইরেলি অ্যাওয়ার্ডসের আগে 
আরও দুটি পুরস্কার পেয়েছে সারাফের এ প্রজেক্ট।
 
তরুণ স্থপতি
 

আরও পড়ুন

×