ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

বছর শুরুর অবসর

বছর শুরুর অবসর

মডেল :: সারিকা তাবাসসুম, ছবি :: সাহা দীপ

মোহাম্মদ শাহনেওয়াজ

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ২১:৫২

যারা শিক্ষার্থী, বছরের এ সময়টায় তাদের সামনে অখণ্ড অবসর এসে ধরা দেয়। চলুন জেনে নিই, এই অবসরকে কীভাবে কাজে লাগাতে পারবেন–
ভ্রমণ: ছোটবেলা থেকেই অনেকের ভেতরে একটা উড়ুক্কু ভাব কাজ করে। মানে জানালা খোলা পেলেই যেন উড়াল দেবেন। এমন উড়নচণ্ডী ধরনের যারা, তাদের ভ্রমণ ছাড়া আর কি-ইবা গতি হতে পারে! 
বইয়ের পাতায়: ‘বই অতীত এবং বর্তমানের সাঁকো’। আসলেই তাই। আপনি অতীত থেকে মুহূর্তেই ঘুরে আসতে পারেন বইয়ের পাতা উল্টিয়ে।   
গেমসের তেলেসমাতি: অনেকের মাথায় দিনমান ঘুরপাক খেতে থাকে গেমসের চরিত্রগুলো। যারা দিনমান গেমস নিয়ে পড়ে থাকেন, তাদের বলি, আন্তর্জাতিক গেমস কম্পিটিশনগুলোতে অংশ নিয়ে দেশের জন্য সাফল্য আনতে পারেন। চাইলে এমন গেমস নিজেও তো বানিয়ে ফেলতে পারেন। বিশ্বকে দেখিয়ে দিন আপনার প্রতিভা! 
বুক কেঁপে ওঠলে: অনাহারী মানুষ দেখলে যাদের বুক কেঁপে ওঠে, যারা টিভির পর্দায় শীতে কাবু হওয়া মানুষের কষ্ট দেখে স্থির থাকতে পারেন না, তারা দল বেঁধে চলে যেতে পারেন দুর্গতদের কাছে। কিংবা স্বেচ্ছাশ্রম দিয়ে আপনি পথের পাশের মানুষদের ঘর তুলে দিতে পারেন। 
ফেসবুক আইডি: ফেসবুকে অনেক গ্রুপ আছে, যেখানে বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার শেখানো হয় বিনামূল্যে। সহায়তার জন্য যেতে পারেন গুগল কিংবা ইউটিউবে। u

আরও পড়ুন

×