জামাল ভূঁইয়া, তারিক রায়হান কাজীর মতো প্রবাসী ফুটবলাররা জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। এরই মধ্যে দুই তারকা বাংলাদেশ দলে নিজেদের অবস্থানও তৈরি করেছেন। ছেলেদের ফুটবলের প্রথম ধরে বাংলাদেশের নারী জাতীয় দলেও সুযোগ পাচ্ছেন এক প্রবাসী।

সবকিছু ঠিক থাকলে সুইডিশ প্রবাসী আনিকা সিদ্দিকীকে এপ্রিলে অলিম্পিক বাছাইপর্বে সাবিনা খাতুনদের সঙ্গে দেখা যেতে পারে। অলিম্পিক ফুটবল বাছাইপর্বে স্বাগতিক মিয়ানমার ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ ও ইরান।

বাছাইপর্বে ভালো করার আশায় দলের শক্তি বাড়াতে সুইডেন প্রবাসী বাংলাদেশি ফুটবলার আনিকাকে দলভুক্ত করা হচ্ছে বলে বৃহস্পতিবার জানান কোচ গোলাম রব্বানী ছোটন, ‘আনিকার খেলার ভিডিও দেখেছি। টেকনিক্যালে ভালো মনে হয়েছে। যেহেতু সে সুইডেনের বড় ক্লাবে খেলছে, সে কারণে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। আমরা তাকে অলিম্পিক বাছাই দলে সরাসরি সুযোগ করে দিচ্ছি।’

১৭ বছর বয়সী আনিকার জন্ম সুইডেনে। এরই মধ্যে সুইডেনের অন্যতম শীর্ষ ক্লাব আইএফ ব্রোমাপোকারনাতে ফরোয়ার্ড পজিশনে খেলছেন তিনি। মিয়ানমারে কৃষ্ণা রানী-সানজিদা আক্তারদের সঙ্গে সরাসরি যোগ দেওয়ার কথা আনিকার।