- প্রতিষ্ঠাবার্ষিকী
- ওসিমেনের দাম ১৫০ মিলিয়ন, কেনার লড়াইয়ে যারা
ওসিমেনের দাম ১৫০ মিলিয়ন, কেনার লড়াইয়ে যারা

নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। ছবি: ফাইল
নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনে উড়ছে ইতালির ক্লাব নাপোলি। ১৯৯০ আসরের পর লিগ শিরোপা জয়ের পথে আছে ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। শেষ আট ও সেমিফাইনালের ড্র অনুযায়ী ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফেবারিট তারা।
দলটির হয়ে দুর্দান্ত ফুটবল খেলা ওসিমেনকে কিনতে চায় ইউরোপের বড় বড় ক্লাব। নাপোলিও জানে, ২৪ বছর বয়সী স্ট্রাইকারকে ধরে রাখা কঠিন হবে। সেজন্য চলতি মৌসুমে ২৫ গোল করা ওসিমেনের জন্য নাপোলি ১৫০ মিলিয়ন ইউরো দাম হেঁকেছে।
ক্লাবটির প্রেসিডেন্ট ওরেলিও ডি লরিয়েন্টিস জানিয়েছেন, দেড়শ’ মিলিয়ন ইউরো টেবিলে না রাখলে তারা ওসিমেনের দলবদল নিয়ে কথা বলবেন না। কারণ, ওসিমেনকে বিক্রির ব্যাপারে তাদের তাড়াহুড়ো নেই। তার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে ক্লাবটির।
সংবাদ মাধ্যম গোল দাবি করেছে, ওসিমেনকে কেনার লড়াইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা একজন পরীক্ষিত এবং তরুণ স্ট্রাইকার খুঁজছে। নাপোলির ওসিমেন হতে পারেন সম্ভাব্য সেরা। এছাড়া চেলসি তার ব্যাপারে খোঁজ খবর রাখছে।
ইতালির সংবাদ মাধ্যম মারকেতো দাবি করেছে, রিয়াল মাদ্রিদ ৮০ মিলিয়ন ইউরোর সঙ্গে সেন্ট্রাল ডিফেন্ডার ন্যাচো ফার্নান্দেজকে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এছাড়া পিএসজিও নাকি নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে দলে নেওয়া যায় কিনা খোঁজ খবর রাখছে।
মন্তব্য করুন