- সমকাল অনুসন্ধান
- এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবি
এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবি

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব জসিম উদ্দিন আহমদ - সমকাল
দেশের এমপিওভুক্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে 'এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট'। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা এ দাবি জানান। তাঁরা বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সব আয় সরকারি কোষাগারে জমা নিলে সেই অর্থেই জাতীয়করণের যাবতীয় সুবিধা দেওয়া সম্ভব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব জসিম উদ্দিন আহমদ জানান, বর্তমানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারি কোষাগার থেকে শুধু শতভাগ বেতন পান। এর বাইরে বাড়ি ভাড়া হিসেবে মাসে ১ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং ২৫ শতাংশ উৎসব ভাতা দেয় সরকার। এজন্য সরকারের মাসিক ব্যয় ১ হাজার কোটি টাকা এবং বছরে ১৪ হাজার কোটি টাকা। জাতীয়করণ করে সরকারি স্কেলে বাড়ি ভাড়া, উৎসব ভাতা এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতা দিলে এই ব্যয় হবে মাসে দুই হাজার কোটি এবং বছরে ২৪ হাজার কোটি টাকা।
তিনি আরও জানান, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো আয় সরকারি কোষাগারে জমা হয় না। ওই আয়ের সঙ্গে সরকারের বর্তমান বরাদ্দ যোগ করলে বছরে প্রায় ২৫ হাজার কোটি টাকা পাওয়া যাবে। সেক্ষেত্রে সহজেই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা যায়। এতে সরকারি-বেসরকারি শিক্ষার বৈষম্যের অবসান হবে এবং মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হবেন।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাইন উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন শিক্ষক নেতা রতন কুমার দেবনাথ, ড. ইদ্রিস আলী, আবুল বাশার হাওলাদার, জসিম উদ্দিন সিকদার, ছবি উদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন