- সমকাল অনুসন্ধান
- পাগলের বেশ ধরেও শেষ রক্ষা হলো না
পাগলের বেশ ধরেও শেষ রক্ষা হলো না

স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার লতিফ কাজী। ছবি-সমকাল
স্ত্রী বিউটি বেগমকে হত্যার দায়ে অভিযুক্ত আব্দুল লতিফ কাজীকে বৃহস্পতিবার দিবাগত রাতে কুষ্টিয়া রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। গ্রেপ্তার এড়াতে সে পাগলের বেশে থাকতো বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার লতিফ রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মৃত মতিয়ার কাজীর ছেলে।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গত ১৮ জানুয়ারি রাতে লতিফ কাজী তার ১১ বছর মেয়ের সামনে স্ত্রী বিউটি বেগমকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়। এ ঘটনায় বিউটির বাবা একই গ্রামের বাসিন্দা বিল্লাল মোল্লা বাদী হয়ে জামাতা আব্দুল লতিফ কাজীকে একমাত্র আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, বিউটি হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত লতিফ কাজীকে গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়। কিন্তু বিভিন্ন কারণে তাকে গ্রেপ্তার করা যায়নি। অবশেষে সোর্স ও প্রযুক্তির সাহায্যে বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে লতিফ কাজীকে কুষ্টিয়া রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, স্ত্রীকে হত্যার পর গা ঢাকা দিয়ে পাগলের বেশে তিনি চলতেন। জীবিকা নির্বাহে কখনও রাজমিস্ত্রি, কখনও শ্রমিকের কাজ করত। শুক্রবার রাজবাড়ীর আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে লতিফ কাজী।
লতিফের গ্রেপ্তারে নিহত বিউটির বাবা বিল্লাল মোল্লা স্বস্তি প্রকাশ করে জানান, লতিফ তার নিরাপরাধ মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। তিনি এর ন্যায় বিচার চান।
মন্তব্য করুন