ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

সাড়া পাচ্ছে মিন্টুর ‘তোরা গ্রামে চলে আয়’ গান

সাড়া পাচ্ছে মিন্টুর ‘তোরা গ্রামে চলে আয়’ গান

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২২ | ১০:০৩ | আপডেট: ১৭ মে ২০২২ | ১০:০৩

গত ঈদে একটি দেশাত্ববোধক গান প্রকাশ করেছেন ক্রীড়া লেখক সমিতির সদস্য এবং ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামান মিন্টু। নিজের কথা ও সুরে গাওয়া ‘তোরা গ্রামে চলে আয়’ গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া পেয়েছে। 

মিন্টু এর আগে অনেক কবিতা লিখেছেন। জাতীয় পত্রিকায় ছাপা হয়েছে তার একাধিক কবিতা। গানও লিখেছেন তিনি। তবে এই প্রথম গানে কণ্ঠ দিলেন এই ক্রীড়া লেখক।     

 গানটির নির্দেশনায় ছিলেন আ. রহিম সান্টু ও আরিফ হোসেন। মিন্টু জানান, ইউটিউব চ্যানেল ‘আমার গান এমএমএস’-এ গানটি প্রকাশ করে হয়েছে। নিয়মিত মৌলিক গান প্রকাশের কথাও জানান তিনি। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×