বাংলাদেশের মেয়ে মাহফুজা বিউটি। তার উদ্যোগে  এবার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের মিশন ভিয়েহোর মোনানিকো গ্যালারিতে অনুষ্ঠিত হবে আমেরিকা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন । আগামী ১ অক্টোবর শুরু  হয়ে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। 

 আয়োজনটি করেছে চিরন্তন আর্ট গ্রুপ। এটি তাদের তৃতীয় প্রদর্শনী।  

এই প্রদর্শনীর মূল উদ্যোক্তা চিরন্তন আর্ট গ্রুপের কিউরেটর শিল্পী মাহফুজা বলেন, আমরা নিয়মিতভাবে এই প্রদর্শনী আয়োজন করছি। বাংলাদেশের চারজন আর্টিস্ট আর আমেরিকান দুইজন আর্টিস্টের সমন্বয়ে।  আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন শিরোনামে এই প্রদর্শনীটি হবে। আমেরিকান শিল্পীদের মধ্যে মিনি এবং জিম ম্যাথিউ অংশ নেবেন। এছাড়া বাংলাদেশের শিল্পী সমীর কুমার বৈরাগী, নাজমুন  রহমান, অংকন জামান ও মাহফুজা বিউটির কাজ এই প্রদর্শনীতে থাকবে। 

মাহফুজা যদিও এই প্রদর্শনীর কিউরেটর কিন্তু তিনি একজন শিল্পী ও শিক্ষক। বর্তমানে তিনি আগা খান স্কুলের চিত্রকলা বিষয়ের শিক্ষিকা হিসেবে আছেন। তার ছবির বিষয় মূলত বাংলাদেশের ফুল, দরজা, শুকনা পাতা। কিন্তু বর্তমানে তিনি বাংলাদেশের ফোক মোটিফ নিয়ে কাজ করে যাচ্ছেন। তার ইচ্ছা বাংলাদেশের নারী শিল্পবোধের পরিচয় বিশ্বের দরবারে তুলে ধরা।  তিনি বাংলাদেশের আলপনা আর নকশী কাঁথার মোটিফ গুলোকে নিজের ছবিতে তুলে ধরেছেন।