- শিল্পমঞ্চ
- বেদে সম্প্রদায় নিয়ে শওকত ইমরানের আলোকচিত্র
বেদে সম্প্রদায় নিয়ে শওকত ইমরানের আলোকচিত্র

দশ বছরের বেশী সময় ধরে একজন আলোকচিত্রী হিসেবে কাজ করছেন শওকত ইমরান। ফটোগ্রাফির বিভিন্ন ক্ষেত্রে কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছেন একাধিকবার। বিশেষ করে বিষয়ভিত্তিক আলোকচিত্র নিয়ে তিনি একাধিক চিত্র প্রদর্শনীও করেছেন। পটুয়াখালীর কুয়াকাটায় জেলে ও রাখাইন সম্প্রদায়, বরিশালের বাকেরগঞ্জের কুমার সম্প্রদায়, দিনাজপুরের সাওতাল, কপবাজারের রোহিঙ্গা, রাজবাড়ীর দৌলতদিয়া পতিতালয়সহ নারী শিশুদের ওপর আলোকচিত্রের কাজ করে দেশ বিদেশে প্রশংসিত এই আলোকচিত্রী। এবার তার ক্যামেরায় উঠে আসবে বরিশালের লাহারহাট ফেরীঘাটে অবস্থানরত বেদে সম্প্রদায়ের জীবনযাপন। এরই মধ্যে কাজের প্রস্তুতির অংশ হিসেবে শওকত ইমরান সেই জায়গায় গিয়েছেন একাধিকবার। শিগগিরই তার মুল কাজটি শুরু করবেন তিনি।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ' ফটোগ্রাফি নিয়ে কাজ করছি স্কুলে পড়ার সময় থেকেই। এর আগে অনেকগুলো বিষয নিয়ে কাজ করেছি। অনেকেই সেই কাজগুলোর জন্য উৎসাহ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় বেদে সম্প্রদায়কে নানাভাবে ক্যামেরাবন্দি করার পরিকল্পনা করেছি। আশা করছি এবারও ভিন্ন কিছু ক্যামেরায় ধারন করার চেষ্ঠা করব।'
ফটোগ্রাফি ছাড়াও চিত্রকর্মও করেন তিনি। তার একটি চিত্র কর্ম স্থান পেয়েছে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে তৈরী একটি থিম সংয়ে।
মন্তব্য করুন