- শিল্পমঞ্চ
- চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘সিসিসিআই জাপান ডেস্ক’ উদ্বোধন
চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘সিসিসিআই জাপান ডেস্ক’ উদ্বোধন

চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে উদ্বোধন করা হয়েছে ‘সিসিসিআই জাপান ডেস্ক’।
দ্য চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই), জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (জেবিসিসিআই)’র যৌথ উদ্যোগে মঙ্গলবার এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
এ উপলক্ষে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, বিশেষ অতিথি জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইওহো, জেটরোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইওজি আন্দো, ঢাকাস্থ জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন-জেসিআইএডির সভাপতি হিকারি কাওয়াই, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি-জেবিসিসিআইয়ের সভাপতি আসিফ এ. চৌধুরী, উপদেষ্টা সালাহ্উদ্দীন কাসেম খান, সেক্রেটারি তারিক রাফি ভূঁইয়া, জাপান ডেস্ক-এর লিগ্যাল কাউন্সেলর প্রতিষ্ঠাতা ও অপারেশনাল পার্টনার ব্যারিস্টার মিথি সানজানা।
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘চলতি বছর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় জাপানে বাংলাদেশের রপ্তানি ১৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৃহত্তর চট্টগ্রামে মাতারবাড়ি ও মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরে জাপানি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সমীক্ষা পরিচালিত হচ্ছে। এখানে আমাদের বিনিয়োগ আরও বাড়বে।’
বাংলাদেশ আগামী ৫ বছরের মধ্যে ৩ হাজার মার্কিন ডলার মাথাপিছু আয় অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে অন্যতম প্রধান অংশীদার জাপান। এরই অংশ হিসেবে এই ডেস্ক স্থাপন করা হয়েছে।’
আগামী বছর জাপান-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে দূতাবাসের সহযোগিতায় বে অব বেঙ্গল গ্রোথ সামিট আয়োজন করা হবে বলে তিনি জানান। চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘এ ডেস্কের মাধ্যমে বাংলাদেশে সম্ভাব্য জাপানী বিনিয়োগকারীরা যথাযথ তথ্য উপাত্ত সংগ্রহ করে উপকৃত হবেন। এটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাপানের সাবেক অনারারি কনসাল জেনারেল নুরুল ইসলাম, জার্মানির অনারারি কনসাল সাকির ইস্পাহানি, দৈনিক পূর্বকোণের ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, বিএসআরএম- এর চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলী, পেডরোলোর চেয়ারম্যান নাদের খান, এইচআরসির সিনিয়র পরিচালক কাজী রুকুনউদ্দীন আহমেদ।
মন্তব্য করুন