গত ৩০ ডিসেম্বর ঢাকার ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত হয় শেখ হাসিনা ইয়ুথ ভলিন্টিয়ার অ্যাওয়ার্ড পুরস্কার ২০২০। এতে দেশের বিভিন্ন খাতে অবদান রাখছেন এমন বেশ কয়কজন তরুণকে পুরস্কৃত করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত হয়েছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি নিজ হাতে তরুণদের মাঝে পুরস্কার তুলে দেন। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম.পি এবং ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহীম তাহা। 

এই আয়োজনে কোভিড-১৯ এর সময়ে অসামান্য অবদানের জন্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল এর সমাপনী অনুষ্ঠানে শেখ হাসিনা ইয়ুথ ভলিন্টিয়ার অ্যাওয়ার্ড পুরস্কার ২০২০ অর্জন করেছেন  ব্লাডম্যানের প্রতিষ্ঠাতা মো. শাহরিয়ার হাসান জিসান।

 জিসান বলেন যে 'এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটা সকল সেচ্চাসেবকদের জন্য সামাজিক কাজ করার জন্য উদ্দীপনা জোগাবে।’

জানা গেছে, ব্লাডম্যান বাংলাদেশে স্বাস্থ্যসেবা এবং রক্তদান সেবা প্রদান করছে। ২০১৪ সাল থেকে ব্লাডম্যান ৭ লাখের বেশি রোগীকে রক্তদাতা এবং রক্তের সন্ধানকারী প্রদান করেছে এবং প্রতি মাসে হাজার হাজার রোগীর সেবা করছে। ব্লাডম্যান ইতিমধ্যে ৬ লাখ মানুষকে টেলিমেডিসিন কাভারেজ, ৩২০৬০ জনকে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ, ২৫০০৫ জনকে জরুরি খাদ্য বিতরণ, ২০২১ সালের মধ্যে ১১ হাজার মানুষকে রোপনের জন্য বৃক্ষ সরবরাহ করেছে।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার উদ্যমী সরকারের নেতৃত্বের জন্য একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বাংলাদেশকে "ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০" হিসেবে ঘোষণা করা হয়েছে। ইস্তাম্বুল ভিত্তিক Islamic Cooperation Youth Forum (ICYF) অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর অধিভুক্ত একটি সংস্থা।  "ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০" হিসেবে ঢাকার নির্বাচন বিশ্বব্যাপী বিশেষভাবে তরুণদের মধ্যে বাংলাদেশের একটি ইতিবাচক ব্র্যান্ড ইমেজ প্রতিফলিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




বিষয় : ব্লাডম্যান ইয়ুথ ভলিন্টিয়ার অ্যাওয়ার্ড পুরস্কার

মন্তব্য করুন