- শিল্পমঞ্চ
- শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব
শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

ছবি- সংগৃহীত।
বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২২। সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এ উৎসব ২১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এ উৎসবের আয়োজক গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ।
এবারও এ উৎসবের ভেন্যু হিসেবে আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল, জাতীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন, মুক্তমঞ্চ এবং বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তন।
উৎসবে কলকাতার বিশিষ্ট অভিনেতা গৌতম হালদার অভিনীত ও নির্দেশিত তিনটি নাটকের প্রদর্শনী হবে। এগুলো হলো ‘মরমিয়া মন’ (২৭ অক্টোবর), ‘নকশী কাঁথার মাঠ’ (২৮ অক্টোবর) ও ‘বড়দা বড়দা’ (২৯ অক্টোবর)।
মন্তব্য করুন