ঢাকায় শুরু হচ্ছে 'গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব'। আজ শুক্রবার উদ্বোধনের পর উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এবারের আয়োজনে বাংলাদেশ ও ভারতের ১২২টি সাংস্কৃতিক সংগঠনের আনুমানিক চার হাজার শিল্পী অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। ১১ দিনব্যাপী এ উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সংগীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তন এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আয়োজনে ভারতের চারটিসহ ৪৪ নাট্যদলের ৪৪টি মঞ্চনাটক প্রদর্শন করা হবে এবং ১৮টি সংগীত আবৃত্তি ও নৃত্যদল উন্মুক্ত মঞ্চে ৯টি পথনাটক মঞ্চায়ন করবে। এ ছাড়া ১৫টি আবৃত্তি সংগঠন, ১২টি সংগীত সংগঠন, সাতটি নৃত্য সংগঠন, ১০টি শিশু দলের একক আবৃত্তি ও একক সংগীত পরিবেশনা নিয়ে এ উৎসব সাজানো হয়েছে।

আজ সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন মঞ্চসারথি আতাউর রহমান। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ওয়ার্দা রিহাবের পরিচালনায় উদ্বোধনী নৃত্য পরিবেশন করবে নর্তনালয়। এ ছাড়া উদ্বোধনী পর্বে সম্মানীত অতিথির বক্তব্য দেবেন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, লিয়াকত আলী লাকী, মো. আহ্‌কাম উল্লাহ, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্‌ আলম সারোয়ার প্রমুখ।

আলোচনার পর মঞ্চস্থ হবে থিয়েটার প্রযোজিত নাটক 'পোহালে শর্বরী'। সুরেন্দ্র বর্মার মূল রচনা থেকে অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক এবং নির্দেশনা দিয়েছেন রামেন্দু মজুমদার। একই সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে পুলিশ থিয়েটারের নাটক 'অভিশপ্ত অগাস্ট'। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে। তবে মঞ্চনাটক দেখতে টিকিট কিনতে হবে।