- শিল্পমঞ্চ
- চট্টগ্রামে ১২৮ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮
চট্টগ্রামে ১২৮ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮

চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগে ৮ জন গ্রেপ্তার।
চট্টগ্রামের রাউজানে এক প্রবাসীর বাড়ি থেকে ১২৮ ভরি স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলো- মো. মুসা, সাইদুল ইসলাম ওরফে সাইফুল, খোরশেদুল আলম, সাজ্জাদ হোসেন, মো. বাপ্পী, সজল শীল, মো. ইদ্রিস ওরফে কাজল এবং স্থানীয় স্বর্ণকার বিপ্লব চন্দ্র সাহা। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৬ ভরি স্বর্ণ এবং ২৩ লাখ টাকা জব্দ করা হয়।
আজ মঙ্গলবার নগরের চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানায় র্যাব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৮ অক্টোবর রাতে রাউজানের সুলতানপাড়ার প্রবাসী সরোয়ার চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা সরোয়ারের বৃদ্ধ বাবাকে বেঁধে ১২৮ ভরি স্বর্ণালংকার, স্বর্ণের বিস্কুট, ৫ লাখ টাকা এবং বিভিন্ন মালপত্র নিয়ে যায়। মামাতো বোনের বিয়ে উপলক্ষে এক দিন আগে এসব স্বর্ণালংকার নিয়ে দেশে এসেছিলেন তিনি। এ ঘটনায় সরোয়ার থানায় মামলা করেন।
র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, মামলার ছায়া তদন্ত করতে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজে খুঁড়িয়ে হাঁটা এক ব্যক্তিকে দেখা যায়। সেই সূত্র ধরেই মূলত ডাকাত দলের সন্ধান পাওয়া যায়। খুঁড়িয়ে হাঁটা ওই ব্যক্তি ছিল সাইফুল। সাইফুল চুরি, চোরাই মোটরসাইকেল বিক্রিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। সে ১ লাখ টাকার বিনিময়ে কাজলকে ডাকাতির জন্য একটি বাড়ি ঠিক করে দেওয়ার কথা বলে। কাজলই তাকে সরোয়ারের দেশে আসার কারণ এবং ওই রাতে বাড়ির সবার বেড়াতে যাওয়ার তথ্য দেয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডাকাতি করা মালপত্র প্রথমে সাইফুল নিজের কাছে রেখেছিল। পরে মুসাকে নিয়ে কিছু স্বর্ণ এলাকার বিপ্লবের দোকানে নিয়ে যায়। বিপ্লব স্বর্ণগুলো অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে বুঝতে পেরে ৩০ থেকে ৩৫ হাজার টাকা দরে ২৯ লাখ টাকা দিয়ে বেশকিছু স্বর্ণালংকার ও স্বর্ণের বিস্কুট কিনে নেন।
মন্তব্য করুন