'ধ্বনির সম্পদ আছে আমাদের চেতনার গভীরে, যে ধ্বনিতে দীপ্ত হয় চিরচেনা প্রিয় কণ্ঠস্বর' শিরোনামে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের তিন যুগপূর্তি অনুষ্ঠান ৯ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সুহৃদ সম্মেলনে একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন বলেন, 'মহৎ জীবনের দেখা তোমরা পাবে সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে। এর জন্য সাহস থাকতে হবে। সাহস করে সত্য উচ্চারণ করতে হবে। কবিতায় সাহসের সঙ্গে সত্য উচ্চারণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। তোমাদেরও সাহসী হতে হবে।

সত্য উচ্চারণ করতে হবে।' এতে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক রীতা দত্ত, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চোধুরী বাবুল, শিল্পকলা একাডেমির সহসভাপতি জাহাঙ্গীর কবির, বোধনের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট বিশ্বজিৎ দাশ ভুলু, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, উদীচী চট্টগ্রামের সভাপতি ডা. চন্দন দাশ, সংগীতশিল্পী কাবেরী সেনগুপ্ত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সাংবাদিক রিয়াজ হায়দার, অধ্যাপক শামসুদ্দিন শিশির, নাট্যনির্দেশক মোসলেম উদ্দিন শিকদার লিটন, অধ্যাপক মাসুম চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, সংস্কৃতিজন সজল চৌধুরী, অভিনয়শিল্পী সাবিরা সুলতানা বীণা, কবি জিন্নাহ চৌধুরী, নান্টু বড়ুয়া, নাট্যজন মোহাম্মদ আলী টিটু, নাট্যজন মাইনুদ্দিন কোহেল, গণসংগীতশিল্পী সুজিত চক্রবর্তী, সাংবাদিক ঋত্বিক নয়ন, নাট্যজন শুভ্রা বিশ্বাস, সাবের শাহ, আমিন মুন্না, আবৃত্তিকার মসরুর হোসেন, কবি আলী প্রয়াস, বনকুসুম বড়ুয়া নূপুর, ডা. অনিন্দিতা চৌধুরী, মুজাহিদুল ইসলাম, হামিদ উল্লাহ প্রমুখ।

এতে কবিতা পাঠ করেন কবি অরুণ শীল, উৎপল কান্তি বড়ুয়া ও রিমঝিম আহমেদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে একক আবৃত্তি করেন বোধন সদস্য সুচন্দা ঘোষ চৌধুরী, সায়রা বানু রোসনী, রীমা দাশ, আরিফুন নেছা সিদ্দীকা এবং ও শিশু বিভাগের আবৃত্তিশিল্পী আরিকা আমান, সাফওয়ান তাজ, রোদসী মেহেরিমা, আনমোল চৌধুরী রঙ, শামরিন আহমেদ। সংগীত পরিবেশন করেন বোধন সদস্য তূর্ণা দাম, সাবরিনা ও দেবলীনা চৌধুরী। নৃত্য পরিবেশন করে বোধন শিশু বিভাগ সদস্য দিঘি, অংকিতা চৌধুরী অহনা, বোধন সদস্য প্রজ্ঞা পারমিতা, যশস্বী বণিক ও তূর্ণা দাম।

অনুষ্ঠানে বোধনের শিশু বিভাগের পরিবেশনায় বৃন্দ আবৃত্তি ভালোবাসি আমি আমার এ দেশ পরিবেশিত হয়। বোধন সদস্যদের পরিবেশনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনায় এবং প্রশান্ত চক্রবর্তীর নির্দেশনায় শ্রুতি অভিনয় রাজসভায় মাধবী পরিবেশিত হয়। সঞ্চালনায় ছিলেন প্রণব চৌধুরী, তৈয়বা জহির আরশি, লাভলী আক্তার নিশাত এবং সেতার রুদ্র ঈশিতা।