- শিল্পমঞ্চ
- পীরগঞ্জে গৃহবধূ হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
পীরগঞ্জে গৃহবধূ হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে জাকিয়া জান্নাত নামে এক গৃহবধূ হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার মদনখালী ইউনিয়নের ঠাকুরদাস লক্ষীপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নিহত জাকিয়া জান্নাত উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পত্নীচড়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
গ্রেপ্তার তিনজন হলেন- ওই এলাকার লক্ষীপুর গ্রামের আনারুল ইসলামের স্ত্রী আসমা বেগম, হায়দারের ছেলে আনারুল ইসলাম, টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা গ্রামের হাসেন আলীর স্ত্রী জামিলা বেগম।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সমকালকে জানান, বছরখানেক আগে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের জাকিয়া জান্নাতের সঙ্গে চৈত্রকোল ইউনিয়নের শরিফুল ইসলামের বিয়ে হয়। এর পর থেকে যৌতুকের দাবিতে জান্নাতকে নির্যাতন করে শরিফুলের পরিবার। গত ২০২২ সালের ১৫ ডিসেম্বর শরিফুলের বোন ও তার জামাই মিলে ওই গৃহবধূকে এলোপাতাড়ি মারধর করে। এতে গুরুতর আহত হন জান্নাত। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এর ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান জান্নাত। এ ঘটনায় নিহত গৃহবধূর বড় ভাই কবিরুল বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ওসি জাকির হোসেন বলেন, গেপ্তার তিনজনকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানা হয়েছে। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন