- শিল্পমঞ্চ
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

মো. শাকিল
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাকিল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে । শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল ওই গ্রামের মোশাররফ আকনের ছেলে। এ বছর উপজেলার লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
নিহতের মামা ফেরদৌস জানান, সকালে গরুর ঘরে পানির মর্টারের বিদ্যুৎ সংযোগের সকেট ঠিক করার সময় বাবা-মায়ের সামনে বিদ্যুস্পৃষ্ট হয় শাকিল। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, নিহতের ম্বজনদের আবেদনের প্রেক্ষিতে হাসপাতালে নিহতের মরদেহের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু হবে।
মন্তব্য করুন