- শিল্পমঞ্চ
- বগুড়ায় গৃহবধূ হত্যা মামলার আসামি কারাগারে
বগুড়ায় গৃহবধূ হত্যা মামলার আসামি কারাগারে

গ্রেপ্তার মো. কনক। ছবি: সমকাল
বগুড়া সদরে গৃহবধূ হত্যা মামলার আসামি মো. কনককে (২৯) কারাগারে পাঠানো হয়েছে। সোমবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে, সকাল ১১টার দিকে বগুড়া শহরের সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে তাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কনক বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ি মধ্যপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ। তিনি জানান, গত ১৭ মে (বুধবার) বগুড়া সদরে দুই শতক জমি নিয়ে দ্বন্দ্বে গৃহবধূ জীবন নাহারকে (২৮) পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওইদিন রাত ২টার দিকে বগুড়া সদর থানায় নিহত গৃহবধূর স্বামী মো. পলাশ বাদী হয়ে মামলা করেন। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত সদর উপজেলার রাজাপুরের কুটুরবাড়ি গ্রামের মৃত ইজার আলীর ছেলে কন্সটেবল আবেদুর রহমান, তার দুই ভাই বিপ্লব, জহুরল ও কনককে আসামি করা হয়৷ গোপন সংবাদের ভিত্তিতে ডিবি কনককে গ্রেপ্তার করে।
বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
মন্তব্য করুন