- শিল্পমঞ্চ
- বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

পিরোজপুরের ইন্দুরকানীতে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তার সরাতে গিয়ে ইয়েন খান (১৪) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মিলবাড়ি এলাকায় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
ইয়েন খান উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের কামাল খানের ছেলে। সে টগড়া দারুল কোরআন কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক হাওলাদার বিদ্যুতায়িত হয়ে ইয়েনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইন্দুরকানী থানার উপপরিদর্শক আব্দুল জলিল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাখিল পরীক্ষা চলার কারণে মাদ্রাসা ছুটি থাকায় ইয়েন গ্রামে গ্রামে ঘুরে ডাব কিনে বিক্রি করে। রাস্তায় বিদ্যুতের ছেঁড়া তার দেখে সঙ্গে থাকা অন্য দু’জন চলে গেলেও সে হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী পল্লী বিদ্যুতের ইনচার্জ ইসলাম উদ্দিন বলেন, তার ছিঁড়ে পড়ে থাকার বিষয়টি আগে কেউ জানায়নি। পরে খবর পেয়ে গিয়ে দেখেন, বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাছাত্র মারা গেছে।
মন্তব্য করুন