- শিল্পমঞ্চ
- আফগানদের ৯ উইকেটে হারিয়ে সিরিজ শ্রীলঙ্কার
আফগানদের ৯ উইকেটে হারিয়ে সিরিজ শ্রীলঙ্কার

আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ জয়। ছবি: এএফপি
আফগানিস্তানের কাছে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। বুধবার সিরিজের শেষ ম্যাচে ৯ উইকেটে জিতেছে স্বাগতিকরা।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বড় জয় পেয়েছিল শ্রীলঙ্কা। শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা আফগানদের ২২.২ ওভারে ১১৬ রানে অলআউট করে শ্রীলঙ্কা। দলটির ওপেনার ইব্রাহিম ২২ রান করেন, মোহাম্মদ নবী ২৩ ও গুলবাদিন নাঈব করেন ২০ রান।
জবাব দিতে নেমে ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। দলটির ওপেনার পাথুন নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে ৮৪ রান যোগ করেন। নিশাঙ্কা ৩৪ বলে আটি চার ও দুই ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে ফেরেন। দিমুথ করুনারত্নে ৪৫ বলে সাত চারে ৫৬ রানের হার না মানা ইনিংস খেলেন।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে ৯ ওভারে ৬৩ রান দিয়ে ৪ উইকেট নেন দুশমন্ত চামিরা। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা মাত্র ৭ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। দুটি উইকেট নেন লাহিরু কুমারা। ওয়ানডে সিরিজে পরাজিত হওয়া আফগানরা এবার টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে।
/এমএইচ/
মন্তব্য করুন