- শিল্পমঞ্চ
- বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই রশিদ খান
বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই রশিদ খান

আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ছবি: ফাইল
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ওই সিরিজে নেই লেগ স্পিনার রশিদ খান। টেস্টে আফগানদের নেতৃত্ব দেবেন হাসমতুল্লাহ শাহেদি।
এসিবি নিজেদের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির টেস্ট দলে আছেন আব্দুল মালিক, নাসির জামাল, বাহির শাহ মাহবুব ও ইব্রাহিম আব্দুর রহমানজাই। এছাড়া চারজনকে রিজার্ভ রাখা হয়েছে।
লম্বা আইপিএল মৌসুম পার করা রশিদ খান ইনজুরিতে ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের প্রথম দুটি খেলতে পারেননি তিনি। শেষ ওয়ানডে ম্যাচে খেললেও তার টেস্ট খেলার মতো ফিটনেস নিয়ে প্রশ্ন থাকায় দলের বাইরে রাখা হয়েছে।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ জুন একমাত্র টেস্টটি খেলতে নামবে দুই দল। দুই টেস্টের সিরিজ হওয়ার কথা থাকলেও দুই বোর্ড আলোচনা করে টেস্ট একটি কমিয়ে ফেলেছে।
আফগানিস্তানের টেস্ট দল: হাসমতুল্লাহ শাহেদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহির শাহ মাহবুব, আফসার জাজাই, ইকরাম আলী খিল, কারিম জানাত, জাহির খান পাকতিন, হামজা হটাক, ইজহারুল্লাহ হক নাভিদ, ইব্রাহিম আব্দুর রহমানজাই, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ।
/এমএইচ/
মন্তব্য করুন