গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক জেনারেটর বোঝাই পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়েছে। এতে পিকআপ ভ্যান চালকের সহকারী মো. আবুল হোসেন (৪২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবুল হোসেন কুমিল্লার মেঘনা উপজেলার চালিডাংগা গ্রামের আব্দুল বারেকের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যশোরগামী জেনারেটর বোঝাই পিকআপ ভ্যানকে ঢাকাগামী ট্রাক ধাক্কা দেয়। এতে মো. আবুল হোসেন নামের একজন ঘটনাস্থলেই নিহত হন।  

তিনি আরও জানান, ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ট্রাক ও পিকআপ ভ্যান আটক করেছে। এছাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।