আর্ট বাংলার কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালা পরিচালনা করেন প্রখ্যাত শিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ০৯:৪২ | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ | ০৯:৪৭
আর্ট বাংলা ফাউন্ডেশন আয়োজিত দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র-শনিবার ম্যাটেরিয়ালস ও টেকনিকসের এই কর্মশালা পরিচালনা করেন প্রখ্যাত শিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস।
নির্বাচিত ১৫ জন শিল্পী এতে অংশগ্রহণ করেন। তারা হলেন- ড. আজহারুল ইসলাম শেখ চঞ্চল, জ্যোৎস্না মাহববুা, গৌতম চক্রবর্তী, হোসনা বানু ছোটনা, মিরাতুল ফাতিমা রাকা, মাহমুদা খাতুন ভদ্রেশু রিটা, সামিনা নাফিস, শাহনাজ আক্তার, প্রভাতি ঝর্ণা, ফারজানা আহমেদ, রাকিব হাসান, হাশুরা আকতার রুমকী, কানন ও তাসমিয়া আলম। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- আর্ট বাংলা ফাউন্ডেশন
- কর্মশালা