‘রঙ বেরঙের গল্পের’ ২৮তম সিজনে আসছে চলপড়ি'র বই

ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৪ | ১৯:০১
দেশীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘রঙ বেরঙের গল্পের’ ২৮তম সিজনে প্রচারিত হবে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম চলপডি'র বইয়ের গল্প। আগামী আগস্ট মাস থেকে দুরন্ত টিভির নতুন এই সিজনটির সম্প্রচারে যাওয়ার কথা রয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি চলপডি'র প্রতিষ্ঠাতা জেরীন মাহমুদ হোসেন ও বারিন্দ মিডিয়া লিমিটেডের পরিচালক অভিজিৎ চৌধুরী এ ব্যাপারে একটি সমঝোতা স্মারকে সই করেছেন। চলপডি'র ডিজিটাল লাইব্রেরি বইঘর-এর ছবিওয়ালা বইযের গল্প ব্যবহার করে বর্তমানে অ্যানিমেটেড এই সিরিজটি নির্মাণের কাজ চলছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রচারিত হতে যাওয়া বইগুলোর মাঝে চলপডি'র নিজস্ব গল্প ছাড়াও রয়েছে জনপ্রিয় শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল রচিত 'আমড়া ও ক্র্যাব নেবুলা' ও 'একটি কুৎসিত প্রাণী' গল্প দুইটি। গল্প দুইটির জন্য ছবি এঁকেছেন ইশরাত জাহান শাইরা ও আহসান হাবিব। বাকি সবগুলো মৌলিক গল্পই তৈরি করা হয়েছে চলপড়ি'র এডুকেশন টিমের তত্ত্বাবধানে। সবগুলো বই সম্পাদনার দায়িত্বে ছিলেন সালজার রহমান ও শিল্প নির্দেশনা দিয়েছেন সাইফ মাহমুদ।
চলপডি'র গল্পে সিরিজ নির্মাণের ব্যাপারে বারিন্দ মিডিয়া লিমিটেডের পরিচালক অভিজিৎ চৌধুরী বলেন, ‘চলপড়ি ও দুরন্ত টিভির একসঙ্গে কাজ করার এই উদ্যোগে আমি খুবই আনন্দিত। শিশুদের জন্য কন্টেন্ট তৈরিতে চলপড়ি'র দক্ষতা আমাদের জনপ্রিয় সিরিজ 'রঙ বেরঙের গল্প'-এর মান আরও বাড়াবে। আমি নিশ্চিত, নতুন গল্পগুলো আমাদের খুদে দর্শকরা খুবই পছন্দ করবে। এটি বাস্তবায়ন করার জন্য আমি চলপড়ি'র প্রতিষ্ঠাতা জেরীন মাহমুদ হোসেন ও দুরন্ত টিভির কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।’
চলপড়ি'র ডিজিটাল লাইব্রেরি বইঘর-এর সম্পাদক সালজার রহমান বলেন, ‘গল্প বলার জন্য অ্যানিমেশনের ক্ষমতাকে চলপড়ি সবসময় মূল্যায়ন করেছে। আর মানসম্পন্ন অ্যানিমেশন নির্মাণের ক্ষেত্রে দুরন্ত টিভির সুনামের সঙ্গেও আমরা পরিচিত। সারাদেশের শিশুরা এই চ্যানেলটি দেখে। আমাদের দুপক্ষের লক্ষ্যই এক। তাই শিশুদের জন্য কন্টেন্ট তৈরির এমন সমন্বিত উদ্যোগে আমরা খুবই আশাবাদী ও আনন্দিত।’
এর আগে সিসিমপুর, রুম টু রিড, লাইট অব হোপ ও বাবুই-এর গল্প উঠে এসেছে রঙ বেরঙের গল্প-তে। এবারই প্রথমবারের মতো জনপ্রিয় এই সিরিজটি ব্যবহার করছে চলপডি'র গল্প।
- বিষয় :
- শিশুতোষ অনুষ্ঠান
- গল্প