ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

লা রিভে শীতের পোশাক

লা রিভে শীতের পোশাক

.

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ২২:১৫

শীতের শুরুতেই দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র‌্যান্ড ‘লা রিভ’ লঞ্চ করল তাদের উইন্টার কালেকশন। সেখানে থাকছে নারী, পুরুষ, টিনএজার ও শিশুদের জন্য শীতের পোশাক। শাল থেকে শুরু করে বেস্ট কোয়ালিটি জ্যাকেটের সবচেয়ে আধুনিক ডিজাইন ও প্রিন্ট থাকছে শীতের এই সংগ্রহে। ট্রেন্ডিং প্রিন্টস্টোরি ও বেস্ট কোয়ালিটি ম্যাটেরিয়ালকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে লা রিভের এবারের শীতের কালেশন। পোশাকের রঙে প্রাধান্য পেয়েছে– কম্পোস্ট, শ্যাওলা, পান্না, কমলা, বাদামি, গেরুয়া, ফন, টিক উড, বেগুনি, টিম্বার, প্যাস্টেল ইয়েলো, ডাস্টি রোজ, লাটে, হেজেল, চেরি রেড, গ্রে ও কালো। জোর দেওয়া হয়েছে সাসটেইনেবল উপকরণের ব্যবহারে। 
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, শীত উপলক্ষে লাইট, লেয়ার ও হেভি উইন্টারওয়্যার– এই তিন ভাগে কালেকশন লঞ্চ করেছে ‘লা রিভ’। লাইট উইন্টারের জন্য আমরা ডেনিমের কালেকশন ‘ইন্ডিগো ভাইবস’ লঞ্চ করেছি। ওপেন ফ্রন্টের নানা বৈচিত্র্যময় ডিজাইন এসেছে। কিছু কিছু জ্যাকেটে মিনিমাল কারচুপি ও এমব্রয়ডারির কাজ করা হয়েছে। লেয়ারিংয়ের জন্য শাল ও পঞ্চোর নজরকাড়া ডিজাইন আনা হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×