ফেস মাস্ক তৈরি করুন নিজেই

.
কে এন দেয়া
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ২২:১৭
বছর ধরেই ত্বকের যত্ন নিয়ে আসছেন যেভাবে, শীতেও ঠিক তেমনটাই করছেন। তার পরও ত্বক দিনকে দিন জৌলুস হারাচ্ছে, প্রাণহীন হয়ে উঠছে। তা তো হবেই! শীতে ত্বকের চাই একটু বেশি যত্ন, একটু বেশি কোমলতা।
তাই বলে শীত এলেই পার্লারে দৌড়াতে হবে, তা কিন্তু নয়! মাত্র ৫-১০ মিনিট ব্যয় করে আপনি নিজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন কিছু হারবাল ময়েশ্চারাইজিং মাস্ক, যা ত্বকের শুষ্কতা দূর করবে, এনে দেবে নতুন উজ্জ্বলতা। দেখে নিন তেমনই কয়েকটি ঘরোয়া ফেস মাস্ক।
পেঁপে আর মধুর প্যাক: পাকা পেঁপেতে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকে বয়সের ছাপ পড়তে বাধা দেয়। অন্যদিকে মধু হলো এক ধরনের ‘হিউমেকট্যান্ট’, যা ত্বকে ময়েশ্চার তথা আর্দ্রতা ধরে রাখতে খুবই উপকারী। যে পেঁপেটা বেশ পেকে গেছে, বাড়িতে কেউ খেতে চাচ্ছে না, সেটিকে ভালো করে চটকে নিন। এরপর এর সঙ্গে মিশিয়ে নিন মধু। যে ঘন পেস্ট তৈরি হবে, তা মুখ, ঘাড়, গলা, হাত এবং পায়ে মেখে রেখে দিন ২০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন।
শসা ও চিনির প্যাক: শীতে শুষ্ক ত্বকে অস্বস্তিকর টানটান অনুভূতি হয়ে এমনকি চুলকানিও হতে পারে। এ অস্বস্তি দূর করতে খুব ভালো কাজ করে শসার প্যাক। এর জন্য অর্ধেকটা শসা খুব ভালো করে থেঁতো করে নিন। এতে এক টেবিল চামচ চিনি মিশিয়ে নিন এবং মিশ্রণটি ফ্রিজে রাখুন। ঠান্ডা হয়ে এলে মুখে মেখে রাখুন ১০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্কতা এবং চুলকানি দুটোই কমে আসবে।
ডিমের কুসুমের ফেস প্যাক: ডিমের সাদা অংশটি দিয়ে যে ফেস প্যাক তৈরি হয়, তা ত্বকের তেলতেলে ভাব দূর করে। কিন্তু ডিমের কুসুম আবার ঠিক উল্টো কাজটি করে! তা ত্বকে উপকারী ফ্যাটের জোগান দেয় এবং আর্দ্রতা ধরে রাখতে কাজ করে। এ প্যাকটি তৈরির জন্য একটি ডিমের কুসুম এবং এক চা চামচ মধু মিশিয়ে নিন। একসঙ্গে বিট করে নিন এবং এ মিশ্রণটি মুখে মেখে রাখুন ১০-১৫ মিনিট। এরপর মুখ ধুয়ে ফেলুন। ডিমের কুসুমে অনেকের অ্যালার্জি থাকতে পারে বা ব্রণের উপদ্রব দেখা দিতে পারে। তেমন শঙ্কা থাকলে এ মিশ্রণের সঙ্গে অল্প পরিমাণে টি-ট্রি অয়েল মিশিয়ে নিতে পারেন।
কলার ফেস প্যাক: চুল ও ত্বকের যত্নে কলার উপকারিতা কারোই অজানা নয়। এ ফলটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ত্বকের কুঞ্চন এবং বলিরেখা পড়তে বাধা দেয়। অর্ধেক পাকা কলা খুব ভালো করে থেঁতো করে নিন। এতে মিশিয়ে নিন এক টেবিল চামচ মধু এবং এক চা চামচ অলিভ অয়েল। মিশ্রণটি মুখে মেখে রাখুন ১০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন।
এ মিশ্রণটি বিভিন্নভাবে পাল্টে নিতে পারেন। অলিভ অয়েল মুখে দিতে না চাইলে কলার সঙ্গে এক চা চামচ আমন্ড অয়েল এবং দুই ফোঁটা ভিটামিন ই অয়েল মিশিয়ে তৈরি করে নিন ফেস প্যাক।
স্ট্রবেরি ফেস প্যাক: স্ট্রবেরি শুধু যে খেতে সুস্বাদু তাই নয়, এই বিদেশি ফলটিতে থাকা ভিটামিন সি ত্বকের শুষ্কতা দূর করতে দুর্দান্ত উপকারীও বটে! এ ছাড়া তা ত্বকের বলিরেখা কমিয়ে আনে, ত্বককে উজ্জ্বল করে আর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে দেয় সুরক্ষা।
দু-তিনটি পাকা স্ট্রবেরি থেঁতো করে এর সঙ্গে ১ টেবিল চামচ মধু এবং ১ চা চামচ ওটমিল মিশিয়ে নিন। বেশি ঘন মনে হলে এর সঙ্গে অল্প পানি মিশিয়ে তৈরি করে নিন ফেস প্যাক। ১৫ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন।
এ পাঁচটি প্যাকের সব ক’টিই ব্যবহার করতে পারেন সপ্তাহে এক দিন, বড়জোর দু’দিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পরিষ্কার ত্বকে এ প্যাক ব্যবহার করুন। প্যাক ধুয়ে ফেলে ত্বকে মাখুন ভালো মানের একটি ময়েশ্চারাইজিং ক্রিম। তবেই পাবেন সর্বোচ্চ উপকারিতা।
সূত্র : স্টাইলক্রেজ