রোদ-বৃষ্টিতে গাছের যত্ন

.
আজহার মাহমুদ
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৫৯
প্রকৃতিতে শরৎ চললেও গরম কিন্তু কমেনি। মাঝেমধ্যে দিনভর বৃষ্টিও বেশ ভোগায়। কড়া রোদ ও বৃষ্টির সময় বাগানের গাছের সঠিক পরিচর্যা প্রয়োজন। বিশেষ করে যে বারান্দায় সরাসরি দিনভর কড়া রোদ পড়ে, সে বারান্দার গাছগুলো নেতিয়ে যায়, পাতা ঝলসে হলুদ হয়ে যায়। গাছের জন্য রোদ প্রয়োজনীয়। তবে কড়া রোদ ক্ষতিকর, তেমনি টানা বৃষ্টিও গাছের জন্য স্বস্তির নয়। অর্থাৎ কখনও রোদের প্রখর তাপ, আবার কখনও বৃষ্টির পানিতে গাছের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
রোদ-বৃষ্টির সময় বিভিন্ন গাছের জন্য ভিন্ন ধরনের যত্ন প্রয়োজন হয়। যেমন– ফুলগাছের জন্য রোদে এক ধরনের যত্ন নিতে হয়, আবার বৃষ্টিতে আরেক ধরনের। ফুলের গাছ সাধারণত প্রচুর আলো পছন্দ করে। তবে প্রচণ্ড রোদে পাতা ঝলসে যেতে পারে। তাই সকালে বা বিকেলে পানি দেওয়া ভালো। প্রচণ্ড রোদের সময় শেড বা আংশিক ছায়া দিতে হয়। বৃষ্টির সময় গাছের গোড়ায় পানি জমতে দেওয়া যাবে না। কারণ, এতে গাছের শিকড় পচে যেতে পারে। পানি নিষ্কাশনের জন্য পাত্রের নিচে ছিদ্র থাকলে তা খোলামেলা রাখতে হবে। ছত্রাক সংক্রমণ প্রতিরোধে বৃষ্টির পর ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন বলে জানান ঢাকা মহানগর এলাকার একটি নার্সারির স্বত্বাধিকারী রফিকুজ্জামান।
তিনি জানান, শাকসবজির গাছগুলোতেও রোদে পর্যাপ্ত পানি দিতে হবে, বিশেষত সবজি উৎপাদনের সময়। অনেকেই ছাদে শাকসবজির গাছ লাগিয়ে থাকেন। অতিরিক্ত রোদের ক্ষেত্রে পাতাগুলো প্রখর রোদ থেকে রক্ষা করতে আংশিক ছায়ার ব্যবস্থা করা উচিত। বৃষ্টিতে অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না।
ফলের গাছের ক্ষেত্রেও একই বিষয়। পর্যাপ্ত রোদ পেলে ফলের গুণগত মান ভালো হয়। তবে বেশি রোদের কারণে পাতাগুলো শুকিয়ে যেতে পারে। এ জন্য নিয়মিত পানি দেওয়া উচিত। গাছের গোড়ায় পানি ধরে রাখার জন্য মালচিং করা যেতে পারে। বৃষ্টির সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। বিশেষত যদি গাছ ছোট বা নতুন হয়। যদি কোনো ফল বেশি ভিজে যায়, তবে তা দ্রুত সংগ্রহ করুন, যাতে পচে না যায়।
এ সময় ঘরের ভেতরে থাকা গাছগুলোরও যত্ন নিতে হবে। ইনডোর প্লান্ট সাধারণত সরাসরি রোদ পছন্দ করে না, তাই হালকা ছায়াযুক্ত স্থানে রাখতে হয়। গাছের পাতাগুলোকে মাঝেমধ্যে স্প্রে করে আর্দ্র রাখা ভালো। বৃষ্টির দিনে ঘরের ভেতরে রাখুন, যাতে অতিরিক্ত পানি না পায়। বৃষ্টির পর পাত্রের মাটি পরীক্ষা করে দেখুন, অতিরিক্ত আর্দ্রতা থাকলে পানি নিষ্কাশন করে দিন।
ক্যাকটাস ও সাকুলেন্টের ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। এই গাছ দুটো যেহেতু প্রচুর রোদ পছন্দ করে, তাই রোদে রাখতে হয়। তবে বৃষ্টিতে এদের ভিজতে দেওয়া যাবে না। ক্যাকটাস ও সাকুলেন্ট প্রচুর রোদ সহ্য করতে পারে। বৃষ্টির সময় কষ্ট হলেও গাছগুলো ঘরে নিয়ে আসতে হবে, যাতে অতিরিক্ত পানি না পায়।
গরমে খুব সকালে, অর্থাৎ কড়া রোদ পড়ার আগেই গাছে পানি দিতে হবে। রোদ ওঠার পর পানি দিলে গাছের ক্ষতি হয়। আবার বিকেলে রোদ পড়ে গেলেও পানি দিতে পারবেন। যদি গাছের গোড়া স্যাঁতসেঁতে ও ভেজা থাকে তাহলে পানি দেওয়া যাবে না। মাঝেমধ্যে গোড়ায় পানি দেওয়ার পাশাপাশি গাছের পাতায় পানি স্প্রে করুন।
রোদবৃষ্টির এই লুকোচুরির খেলায় প্রতিটি গাছের খেয়াল রাখতে হবে। প্রতিটি গাছের আলাদা যত্ন নিতে হবে। আপনার বারান্দা কিংবা ছাদে কোন ধরনের গাছ রেখেছেন, সেসব গাছের পরিচর্যা কেমন হবে, তা আগে জেনে নিন। তাহলে আবহাওয়া অনুযায়ী সেসব গাছের পরিচর্যা ও যত্ন সহজ হবে। v
- বিষয় :
- গাছের চারা