ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বিয়ের আগে ত্বক ও চুলের যত্ন

বিয়ের আগে ত্বক ও চুলের যত্ন

ফাইল ছবি

ফারহান রুমি 

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ২২:৩০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ | ১২:০৭

ডিসেম্বর-জানুয়ারিতে বিয়ের ধুম পড়ে যায়। কাজ ও দুশ্চিন্তায় নিজের যত্ন নেওয়াটাই ভুলে যায় অধিকাংশ কনে। বিয়ের বেশ আগে থেকেই চুল থেকে পা পর্যন্ত যত্ন নিতে হবে।

ত্বকের যত্ন নেওয়ার জন্য খুব জটিল স্কিন কেয়ার রুটিন অনুসরণ করার প্রয়োজন নেই। দিনে দুবার করে স্কিনকেয়ার রুটিন মেনে চলতে হবে। প্রতিদিন সকালে উঠে মুখ পরিষ্কার করতে হবে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও এই স্কিনকেয়ার রুটিন মানতে হবে। ক্লিনজার-স্ক্রাবার-টোনার-সিরাম-ময়েশ্চারাইজার থাকবে রোজকার স্কিনকেয়ার রুটিনে।

দিনের বেলা সান ট্যান থেকে বাঁচতে বেরোনোর সময় সানস্ক্রিন ব্যবহার জরুরি। নিয়মিত ৪০ মিনিট শরীরচর্চা করতে হবে। পানি শরীরের ভারসাম্য ঠিক রাখে। তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।  ৮ ঘণ্টা ঘুমাতে হবে।

ক্লিনজার: এই সময় বাতাসে প্রচুর ধুলা থাকে। তাই বাসায় ফিরেই ক্লিনজার ও ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে।

স্ক্রাবার: এই সময়ে সপ্তাহে দুই দিন মাইল্ড কোনো স্ক্রাবার ব্যবহার করতে পারেন। এতে স্কিন এক্সফোলিয়েট হবে এবং পুরোপুরি পরিষ্কার হবে। পোরসগুলো ওপেন হবে এবং ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হবে।

বরফের ব্যবহার: বরফের ব্যবহার ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে এবং ত্বককে উজ্জ্বল করে। মুখের ফোলাভাব কমাতে সাহায্য করে বরফ। ত্বকের বার্ধক্য দূর করতে সাহায্য করে বরফ।

টোনার: টোনার ব্যবহার করলে মুখের সব ময়লা ভালোভাবে পরিষ্কার হয়। টোনার মুখের চামড়া টান টান রাখে। বিশেষ করে ঘাড়ের কালো দাগসহ শরীরের বিভিন্ন অংশের কালচে দাগ দূর করে টোনার।

সিরাম: সিরাম ত্বককে রিপেয়ার করবে। ত্বক সতেজ রাখবে। ডার্ক সার্কেল দূর করবে। ত্বকে কোনো দাগছোপ থাকলে তা দূর করবে।

ময়েশ্চারাইজার: শুষ্ক ত্বকে অয়েলবেজড ময়েশ্চারাইজার এবং তৈলাক্ত কিংবা কম্বিনেশন ত্বকে জেলবেজড ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়েশ্চারাইজার সব ধরনের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্বকের বয়সের ছাপ মুছে দেয় এবং রিঙ্ককেলস দূর করতে সাহায্য করে।

সানস্ক্রিন: ত্বকে সানস্ক্রিন ব্যবহারের বিকল্প নেই। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

যেভাবে যত্ন নেবেন

শশা, টমেটো ব্লেন্ডারে পেস্ট করে রস বের করে নিন। রস বরফ করে দিনে দুই বার ম্যাসাজ করলে ত্বক প্রকৃতিকভাবে পরিষ্কার ও উজ্জ্বল হবে। বাইরে বের হওয়ার আগে একটি ভালোমানের কমপেক্ট পাউডার ব্যবহার করতে পারেন।

চুলের যত্ন

চুল ভালো রাখতে সপ্তাহে ৪ দিন নারকেল তেল লাগাতে হবে। মাথা ধোওয়ার পর হেয়ার মাস্ক লাগিয়ে ১০ মিনিট রেখে ভালো মানের সিরাম ব‍্যবহার করতে হবে। ১০ দিন পর পর মাসে ৩টি প্রফেশনাল হেয়ার ট্রিটমেন্ট নিতে হবে এবং ১৫ দিন অন্তর একটি ব্রাইটনেস ফেসিয়াল জরুরি।

বিয়ের কনেরা নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে মাসে একবার বডি পলিশ বা বডি শাইনিং ট্রিটমেন্ট নিতে পারেন। বিয়ের আগে অন্তত তিন মাসে ৩ বার এ ট্রিটমেন্ট নিতে হবে।

লেখক: রূপবিশেষজ্ঞ
মডেল: সোহা; ছবি: মঞ্জু আলম

আরও পড়ুন

×