ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

খোঁজখবর

খোঁজখবর

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ২২:৩৩

সারার নতুন আউটলেট
রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু জেলা শহর ছাড়িয়ে এবার নারায়ণগঞ্জে ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ ও ‘ঢেউ’। সম্প্রতি নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু রোডে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল সারার এ নতুন আউটলেটটি।
টিএসএন প্লাজা ১৪৫/০৪ (নারায়ণগঞ্জ ক্লাবের বিপরীতে), বঙ্গবন্ধু রোডের ‘সারা’ লাইফস্টাইলের এ আউটলেটে থাকছে সব বয়সী ক্রেতার জন্য পোশাক। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি সারাতে পাবেন শিশুদের জন্যও বিশেষ কালেকশন। সহস্রাধিক কালার এবং ডিজাইনের ভিন্নতা থাকছে সারার পোশাকের আয়োজনে। সারার শীত আয়োজনে পুরুষদের জন্য রয়েছে– বাহারি ডিজাইনের জ্যাকেট, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ফুল স্লিভস ডেনিম শার্ট, ডেনিম শাল। একইসঙ্গে নারীদের জন্য রয়েছে– জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম টপস, শাল ও কুর্তি। শিশুদের জন্য রয়েছে আরামদায়ক সব শীতকালীন পোশাকের সংগ্রহ। কেনাকাটার পাশাপাশি শিশুদের খেলার জন্য আউটলেটটিতে রয়েছে কিডস প্লে জোন।  তরুণ-তরুণীদের জন্য সম্পূর্ণ পশ্চিমা ধাঁচে প্রস্তুত করা পোশাকের সমারোহ রয়েছে ‘সারা’ লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’র কালেকশনে। ঢেউয়ের সংগ্রহে পুরুষ ও নারীর জন্য থাকছে নানা ডিজাইনের পণ্য। এসব পণ্য ফ্যাশনে যোগ করবে নতুন এক মাত্রা। নারায়ণগঞ্জের এ আউটলেট চালুর মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে মোট ১৫টি আউটলেট হলো সারার। ঢাকার বাইরে সারার আউটলেট রয়েছে– রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, ফেনী, বরিশাল ও সর্বশেষ নারায়ণগঞ্জে। v

রঙ বাংলাদেশের শীত উৎসব
শীতকাল চলে এসেছে। এ সময় ফ্যাশনেবল পোশাকের সঙ্গে চাই আরামের যথাযথ কম্বিনেশন। এসব ভাবনা মাথায় রেখে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’র শীতের আয়োজন ‘শীত উৎসব’। নতুন এ কালেকশনে পাওয়া যাবে পশ্চিমা পোশাকের সঙ্গে দেশীয় আমেজ।
ফ্যাশন এবং স্বস্তি একই সঙ্গে ধারণা করলে শীতের সময় সবার আগে মাথায় আসে শাল; যা পরিধানে সাবলীল ও আকর্ষণীয়। পাশাপাশি আভিজাত্য প্রকাশেও শাল গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। যেহেতু আমাদের দেশে শীত আসে মৃদুভাবে; তাই খুব বেশি ভারী কাপড়ের প্রয়োজন পড়ে না। সে জন্য  এ সময় সবচেয়ে উপযোগী হচ্ছে শাল। নানা ধরনের শালকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে ‘রঙ বাংলাদেশ’ এবার তার শীত উৎসব কালেকশনে। থাকছে নারী ও পুরুষ উভয়ের জন্য যুগোপযোগী কিছু অসাধারণ নান্দনিক শালের সম্ভার। 
শীত পোশাকে আরও থাকছে দেশীয় আদলে পঞ্চো, কটি, জ্যাকেট, শ্রাগ, যা বয়স ও লিঙ্গভেদে বেছে নিতে পারেন খুব সহজেই। টিনএজদের জন্য এসেছে টপবটমের দারুণ এক সংগ্রহ। ফুলশ্লিভ টি-শার্টের শীতের বিশেষ আয়োজনও অনন্য। ফেব্রিক হিসেবে ব্যবহৃত নানা ধরনের সুতি, জিন্স হলেও শালগুলো মূলত ভিসকস কটন। কাজের মাধ্যম হিসেবে স্ক্রিন, ব্লক ও ডিজিটাল প্রিন্ট, হ্যান্ড ও মেশিন অ্যামব্রয়ডারি, হাতের কাজ ইত্যাদি। যাতে সব পোশাক হয়েছে আরাম ও স্টাইলে স্বয়ংসম্পূর্ণ। শীতের এ আধুনিক ও নান্দনিক সংগ্রহ পাবেন রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটে। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মেও থাকছে শীত উৎসবের জাঁকজমক আয়োজন। v

আরও পড়ুন

×