ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ঘরে কেমন গাছ লাগাবেন

ঘরে কেমন গাছ লাগাবেন

ফাইল ছবি

শৈলী ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ২২:৩৭

শীতে যারা ঘরে গাছ লাগাতে চান, তারা কিছু বিষয় মাথায় রাখতে পারেন। স্টুডিও এনের সিইও ও ইন্টেরিয়র আর্কিটেক্ট ফাতিমা বিনতে খালিদ জানান, ঘর বা বারান্দার জন্য কয়েক ধরনের ইনডোর প্লান্ট আছে। এক ধরনের প্লান্ট আছে যেগুলোতে পানি বা মাটি কিছুই লাগে না। নারকেলের খোসার মধ্যে লাগিয়ে নিয়মিত পানি স্প্রে করলেই বেঁচে থাকে। এগুলো সাধারণত বিভিন্নভাবে ঝুলিয়ে রাখা হয়। ঘরের বিভিন্ন কোণ বা বারান্দায় ঝুলিয়ে রাখা যায়। আবার এক ধরনের প্লান্ট আছে যেগুলো পানিতে লাগাতে হয়। এগুলোর ক্ষেত্রে দু’দিন পরপর পানি পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। কারণ মশা জন্মাতে পারে। তবে ওই পানিতে অ্যাকুয়ারিয়ামের মাছ ছাড়লে পানি এত দ্রুত পরিবর্তনের প্রয়োজন হয় না। তখন সপ্তাহে একদিন পরিবর্তন করলেই হয়। এগুলো সাধারণত ঘরের বিভিন্ন কোণ, টেবিল বা ওয়ার্ডরবের ওপর স্থাপন করা যায়। আবার কিছু প্লান্ট মাটিতে লাগানোর প্রয়োজন হয়। সে ক্ষেত্রে মাটির কিছু পরিচর্যার দরকার হয়। এগুলোও ঘরের বিভিন্ন জায়গায় রাখা যায়। 
ঘরোয়া পরিবেশের জন্য গাছ বাছাইয়ের ক্ষেত্রে কম আলো-বাতাসে বড় হয় এমন গাছ নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে স্নেক প্লান্ট সেরা পছন্দ হতে পারে। মানি প্লান্ট ও ক্যাকটাস জাতীয় উদ্ভিদও ঘরোয়া পরিবেশের উপযোগী। এগুলো ঘরের বাতাসকে পিউরিফাই করতে পারে। তবে খেয়াল রাখতে হবে গাছের পাতায় যেন ধুলা না জমে। পাতায় ধুলা জমলে তারা কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে না। এ জন্য নিয়মিত পরিচর্যা করা জরুরি। বারান্দার জন্য ফুল ও লতা জাতীয় উদ্ভিদ বাছাই করা ভালো। এতে বারান্দার পরিবেশ পাল্টে যেতে পারে। 

আরও পড়ুন

×