ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

ফ্যাশনে হুডি

ফ্যাশনে হুডি

মডেল: আরিয়ান ও ফাতেমা।। পোশাক: আর্ট ছবি: ফয়সাল সিদ্দিক কাব্য

রোজী আরেফিন  

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ২২:৪৩

হুডি এমন একটি পোশাক, যা একাধারে ক্যাজুয়াল এবং ফরমাল লুকে মানায়। এটি সহজেই জিন্স, ট্রাউজার, লেগিংস বা শর্টসের সঙ্গে মানানসই হয়। সবচেয়ে বড় কথা, হুডি একটি জেন্ডার-নিরপেক্ষ পোশাক। এর ফলে এটি ছেলেমেয়ে উভয়ের কাছেই সমানভাবে জনপ্রিয়। লিখেছেন রোজী আরেফিন  

শীতের কনকনে ঠান্ডা হাওয়া, গায়ে ফ্যাশনেবল পোশাক, এর সঙ্গে যদি থাকে স্টাইলিশ একটি হুডি, তাহলে তো কথাই নেই! আজকের ফ্যাশন জগতে হুডি কেবল শীতের পোশাক নয়, বরং এটি হয়ে উঠেছে আধুনিকতার এক অনন্য প্রকাশ। 
ছেলেমেয়ে উভয়ের পোশাকের সংগ্রহে হুডি যেন এখন আবশ্যিক। সহজলভ্য, আরামদায়ক আর ফ্যাশনেবল ডিজাইনের কারণে এটি সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিদের মধ্যেও সমান জনপ্রিয়। একসময় স্পোর্টস জার্সি হিসেবে পরিচিত এ পোশাকটি আজ ফ্যাশনের কেন্দ্রবিন্দুতে। শীতের সকালে কুয়াশাভরা পরিবেশে কিংবা সন্ধ্যার হালকা ঠান্ডায় হুডি আপনার লুককে এনে দেবে একটি স্মার্ট আর আধুনিক চেহারা। আরাম আর স্টাইলের এমন মিল খুঁজে পাওয়া সত্যিই বিরল। 
ফ্যাশনে হুডির বিবর্তন
হুডির জন্ম ১৯৩০-এর দশকে। যখন এটি শ্রমিকদের জন্য আরামদায়ক পোশাক হিসেবে ডিজাইন করা হয়েছিল। নিউইয়র্কের এক পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন প্রথমবারের মতো হুডি তৈরি করে। এর উদ্দেশ্য ছিল, শীতপ্রধান অঞ্চলের কর্মীদের উষ্ণতা এবং আরাম দেওয়া। ধীরে ধীরে এটি খেলার জগতে স্থান পায়। কারণ, খেলোয়াড়দের প্রশিক্ষণের সময় এটি তাদের শরীর গরম রাখতে সাহায্য করত। 
১৯৯০-এর দশকে হুডি নতুনভাবে জনপ্রিয়তা পায়, বিশেষ করে হিপ-হপ এবং স্ট্রিট ফ্যাশনের সঙ্গে যুক্ত হয়ে। এটি একদিকে তরুণ প্রজন্মের জন্য স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে, অন্যদিকে সমাজের রক্ষণশীল অংশ এটিকে বিদ্রোহের চিহ্ন হিসেবে বিবেচনা করে। এভাবেই ধীরে ধীরে আজকের দিনে হুডি আধুনিক ফ্যাশনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। 
ছেলেমেয়ে সবার জন্য চমৎকার পোশাক
হুডির ইউনিসেক্স কালেকশনগুলো এখনকার ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম বড় ট্রেন্ড। বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো এখন এমন হুডি তৈরি করছে, যা ছেলেমেয়ে উভয়ের জন্য মানানসই। উদাহরণস্বরূপ কালো বা সাদা রঙের সলিড হুডি, যা জেন্ডারনিরপেক্ষ। 
আধুনিক যুগে ছেলেমেয়ে উভয়েই একই স্টাইলের হুডি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এর মূল কারণ, এটি একই সঙ্গে আভিজাত্য এবং সম-স্বাধীনতার প্রতীক হিসেবে বর্তমান যুগের ছেলেমেয়েদের মধ্যে ব্যাপক সেনসেশন তৈরি করেছে। ছেলেমেয়ে যেই হোক, হুডি পরার মাধ্যমে মানুষ নিজের ইচ্ছামতো স্টাইল প্রকাশ করতে পারে, যা তাকে আরও আত্মবিশ্বাসী এবং আরও ফ্যাশনেবল হিসেবে উপস্থাপন করে। 
হুডি কেন এত জনপ্রিয়? 
ফ্যাশন ডিজাইনারদের মতে, এটি আরামদায়ক। শীতের দিনে বা শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে হুডি আরাম দেয়। হুডির স্টাইলিশ ডিজাইন সবাইকে আকৃষ্ট করে। এটি এমন একটি পোশাক, যা একাধারে ক্যাজুয়াল এবং ফরমাল লুকে মানায়। বর্তমান সময়ে হুডিতে বিভিন্ন প্রিন্ট, লোগো এবং গ্রাফিকস যোগ করা হচ্ছে, যা তরুণদের ব্যক্তিত্ব প্রকাশের সুযোগ করে দেয়। হুডি বহুমুখী একটি পোশাক। এটি সহজেই জিন্স, ট্রাউজার, লেগিংস বা শর্টসের সঙ্গে মানানসই হয়। হুডির মতো পোশাক একাধিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করা যায়।  সবচেয়ে বড় কথা, হুডি একটি জেন্ডারনিরপেক্ষ পোশাক। এর ফলে এটি ছেলেমেয়ে উভয়ের কাছেই সমানভাবে জনপ্রিয়।
হুডি বর্তমান তরুণ প্রজন্মের স্টাইল স্টেটমেন্ট! 
তরুণ প্রজন্মের কাছে হুডি কেবল একটি পোশাক নয়, এটি তাদের চিন্তা-ভাবনা, স্বাধীনতা এবং স্টাইলের প্রতীক। কলেজপড়ুয়া থেকে শুরু করে অফিসগামী ব্যক্তি– সবার কাছে হুডি বিশেষ স্থান দখল করে নিয়েছে। 
বিশেষ করে গ্রাফিকস বা লোগো প্রিন্ট করা হুডি, যেখানে প্রিয় মুভি, ব্যান্ড বা গেমের বড় কোনো ব্যাকগ্রাউন্ড প্রিন্ট থাকে, তরুণদের কাছে খুবই আকর্ষণীয়। এটি তাদের ব্যক্তিত্ব এবং রুচিবোধের পরিচয় বহন করে। এ ছাড়া ইদানীংকালে স্পোর্টস টিম বা বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত হুডিগুলোও সমানতালে  জনপ্রিয়তা লাভ করছে। 
এবার শীতকালীন ট্রেন্ডি ফ্যাশনে হুডির আধিপত্য নিয়ে আর্ট লাইফস্টাইলের ডিজাইনার হোসাইন ইমন জানান, তরুণরা এই শীতে পেছনে বড় আকর্ষণীয় প্রিন্ট (যেমন ড্রাগন বা আগুন) এবং সামনে ছোট লোগোসহ হুডি বেশি পছন্দ করছে। ফ্যাশন আর উষ্ণতার ভারসাম্য রাখতে তারা ২৮০-৩২০ জেএসএমের আরামদায়ক ফেব্রিক ব্যবহার করছে। ডিজাইনার ইমন জানান, শীতের জন্য টেরি, ফিলিস বা ইন্টারলক ফেব্রিকই তাঁর পছন্দ। ইউনিসেক্স হুডি ডিজাইনে নিউট্রাল রং, পেছনে প্রিন্ট, সামনে ছোট লোগো আর আরামদায়ক কাট রাখা হয়। তিনি আরও জানান, বাজারের ট্রেন্ড আর গ্রাহকের চাহিদা মেনে নতুনত্ব আনতে হুডিতে ডিটিএফ প্রিন্ট ও হিট প্রেস ডিজাইন ব্যবহার করছেন তিনি। 
দেশে হুডি ফ্যাশনের প্রভাব
এখনকার তরুণরা হুডির সঙ্গে ক্যাজুয়াল লুক তৈরিতে বেশি আগ্রহী। শহুরে তরুণ-তরুণীরা হুডিকে তাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হিসেবে গ্রহণ করেছে। ফ্যাশন ডিজাইনাররা জানান, বাজারের ট্রেন্ড এবং গ্রাহকদের পছন্দ বুঝতে সবসময়ই সচেষ্ট তারা। এ ব্যাপারে আর্টের ডিজাইনার ইমন জানান, ফ্যাশনে নতুনত্ব আনতে নিয়মিত গবেষণা করেন তিনি। তাঁর ভাষায়, বর্তমানে ডিটিএফ প্রিন্ট এবং হিট প্রেস ডিজাইন জনপ্রিয়। তাই এসব ব্যবহার করে রং, প্রিন্ট এবং মিডিয়ার বৈচিত্র্য আনার চেষ্টা করছেন, যা ব্যবহারকারীর চাহিদার সঙ্গে পুরোপুরি মানানসই।
হুডি আজকের ফ্যাশন জগতে এমন একটি পোশাক, যা সবার জন্য। এটি কেবল আরামের জন্য নয়, এটি একটি জীবনযাত্রার প্রকাশ। ফ্যাশন ডিজাইনারদের মতে, ছেলেমেয়ে সবার জন্য হুডি এখন একটি অনন্য স্টাইল স্টেটমেন্ট। পরিবর্তনশীল ফ্যাশন জগতে হুডি তার জায়গা ধরে রেখেছে এবং ভবিষ্যতেও এটি ফ্যাশনের প্রধান ধারা হিসেবে অব্যাহত থাকবে। 
কোথায় পাবেন: দেশীয় অনেক ফ্যাশন হাউসেই হুডি পাওয়া যায়। এর মধ্যে সারা লাইফস্টাইল, ইজি, প্লাস পয়েন্ট, এক্সট্যাসি, ক্যাটস আই, জেন্টল পার্ক, ওয়েসটেক্স অন্যতম। এর পাশাপাশি নিউমার্কেট, বঙ্গবাজারসহ নগরীর অভিজাত শপিংমলগুলোতেও মিলবে হুডি। 

আরও পড়ুন

×