শিশু পরিবহনের যাত্রা শুরু

ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ২৩:১১
শিশুর পোশাক নিয়ে ভিন্নধর্মী পোশাক ব্র্যান্ড শিশু পরিবহন যাত্রা শুরু করেছে। সম্প্রতি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির প্রথম আউটলেট উদ্বোধন করা হয়। ইতোমধ্যে ব্র্যান্ডটি স্বাতন্ত্র্য, আরামদায়ক ডিজাইনের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। আউটলেটের মাধ্যমে ব্র্যান্ডটিকে গ্রাহকের আরও কাছাকাছি নিয়ে আসবে বলে মনে করছেন এর প্রতিষ্ঠাতারা ।
শিশু নামের এক খেয়ালি, আরামপ্রিয় এবং ফ্যাশনসচেতন বিড়ালের গল্পকে ঘিরে এ ব্র্যান্ডের গড়ে ওঠা। এ বিড়াল অবসরে সারাদেশে ঘুরে বেড়ায় তার ফ্যাশন ট্র্যাক নিয়ে, যেখানে থাকে ০-৮ বছর বয়সী শিশুর জন্য দেশীয় কাপড়ের বিশাল সমাহার। নিত্যদিনের কাপড় থেকে শুরু করে, উৎসবের পোশাক–রুচিসম্মত, আরামদায়ক সব ধরনের কাপড়ই পাওয়া যাবে শিশুর ভান্ডারে।
শিশু পরিবহনের সহ-প্রতিষ্ঠাতা ফায়েকা জাবিন সিদ্দিকা বলেন, আমাদের নিজস্ব কারখানায় বানানো কাপড়গুলো সবার কাছে সরাসরি পৌঁছে দিতে পেরে আমি ও আমার টিম খুবি আনন্দিত।
তিনি আরও বলেন, আমাদের ফ্যাশন স্টুডিওর লক্ষ্য হচ্ছে টেকসই, আরামদায়ক মানসম্পন্ন কাপড় দেশের সব শিশুর কাছে সুলভমূল্যে নিয়ে যাওয়া। একজন বাচ্চার বেড়ে ওঠার যাত্রায় যেন প্রতিটি পরিবার শিশু পরিবহনকে তাদের অংশ করে নিতে পারে, এ আস্থা অর্জন করার জন্য আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি। আউটলেট উদ্বোধন করেন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব দিলারা জামান। এ গ্র্যান্ড লঞ্চ উদযাপনের জন্য স্টোরটি একটি লাইভ মিউজিক, ম্যাজিক শো, শিশুদের র্যাম্প ওয়াক, কাস্টমারদের জন্য বিশেষ ছাড় এবং আরও অনেক কার্যক্রমের আয়োজন করে।
- বিষয় :
- শিশু