নারীর ভালো থাকার উৎসব

ভালো থাকার উৎসবে ১০ জন নারী চিত্রশিল্পীর অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত আর্ট ক্যাম্প
দ্রোহী তারা
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ২৩:১৮
নীল ও লাল দুটো কাক কাঁটাতারের মধ্যে আটকে আছে। চারপাশে দূষণ ও তাদের মুখে দূষণরোধী মুখোশ পরা। এতটুকু প্রতীকী চিত্র নিজ ক্যানভাসে তুলে ধরে বর্তমান পৃথিবীর আসন্ন বিপদ এবং আমাদের অবহেলায় প্রকৃতির দুর্বল অবস্থানের বাস্তবতা শিল্পী আফসারা চৌধুরী তাঁর ‘সারভাইভাল’ নামক চিত্রকর্মে তুলে ধরেছেন।
অপরদিকে তৈলচিত্রে দিলরুবা বেগম পাপিয়া ‘জড়জীবন’ নামে একটি চিত্রকর্মে তুলে ধরেছেন বাদ্যযন্ত্র– তবলা, বেহালার মতো যন্ত্রের কথা। যাদের মাধ্যমে তৈরি সংগীত আমাদের মানবমনে জীবন্ত হয়ে ওঠে। জড়বস্তু হলেও যে সবকিছু আদতে জড় নয়– রং, তেলের মিশেলে তুলির আঁচড়ে ক্যানভাসে সে কথাই তুলে ধরেছেন শিল্পী।
শাহিদা আক্তারের ‘জীবনসংগীত’ নামক চিত্রকর্মে নারী জীবনের তিনটি পর্যায়ের প্রতিচ্ছবি দেখা যায়। আরিফা সুলতানা, ফাতেমা তুজ জোহরা, জোবাইদা আক্তারসহ ৩০ জন নারী চিত্রশিল্পীর শৈল্পিক চোখে দেখা ভুবনের পরম যত্নের অন্য একরূপের বহিঃপ্রকাশের ঝুলি নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘শান্তিবাড়ি’র আয়োজনে নারীদের জন্য দু’দিনব্যাপী ‘ভালো থাকার উৎসব’ শেষ হয় ৪ জানুয়ারি।
নারী চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী ছাড়াও উৎসবে আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে শিল্পীরা রংতুলি দিয়ে নিজের মনের ভাব ক্যানভাসে ফুটিয়ে তোলেন।
এ ছাড়া এ উৎসবে নারীর জন্য আইনি ও মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শের জন্য স্টল নিয়ে বসেন বিশেষজ্ঞরা; যারা আমাদের সমাজের বিভিন্ন পর্যায়ে থাকা নারীর বিভিন্ন সমস্যার কথা শুনে তাদের পরামর্শ দেন। বিনামূল্যে এ কার্যক্রম পরিচালিত হয়।
আমাদের সমাজে বর্তমানে নারী উদ্যোক্তাদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে; যারা পরম মমতায় নিজে ও সহকর্মী নিযুক্ত করে একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান গড়ে তোলেন। সে রকম উদ্যোক্তাদের কিছু স্টলও মেলায় বসে। সাকিনা বিবি, এলাচ, হরীতকী, জায়া, অর্ঘ্য, জবা, খঞ্জনের মতো কিছু ক্ষুদ্র ব্যবসায়ী নারী উদ্যোক্তার পণ্য প্রদর্শনী ছিল মেলার একটি বিশেষ দিক। এতে ৩০ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। তারা যেমন স্টল নিয়ে বসে নিজেদের কাজ সবার সামনে প্রদর্শন ও বিক্রয় করতে ব্যস্ত, ঠিক তেমনি তাদের দেখে অনুপ্রাণিত হয়ে ক্রেতা অনেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। এ রকম একজন দর্শনার্থীর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি জানান, এ রকম মেলায় প্রায়ই আসেন তিনি। দেখে উদ্বুদ্ধও হন।
নারীর এ ভালো থাকার উৎসবে আসা নারী দর্শনার্থীর মধ্যে আগ্রহের কমতি ছিল না। তারা এখানে এসে যেমন কিছুটা সময় নিজের মতো করে কাটাতে পারছেন, ঠিক তেমনি তারা বিনা অর্থায়নে আইনি ও মানসিক সহায়তা পাওয়ার সুযোগ পাচ্ছেন বলে জানান।
গান, ছবি আঁকা, মানসিক সহায়তা সেশনসহ বিভিন্ন আনন্দঘন সময়ে কাটে উৎসবের দু’দিন। ৩ ও ৪ জানুয়ারির এ উৎসবের উদ্বোধন করেন ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল, মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমেদ ও মডেল-অভিনেত্রী তানজিকা আমিন।
এ ছাড়া প্রথিতযশা ১০ নারী চিত্রশিল্পীর অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত আর্ট ক্যাম্প ও ৩০ জন নারী চিত্রশিল্পীর আর্ট এক্সিবিশনের উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান ও ভাস্কর আইভী জামান। v
- বিষয় :
- উৎসব পালন