ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

কক্সবাজারে বৃক্ষ রোপণ

কক্সবাজারে বৃক্ষ রোপণ

বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন কক্সবাজারের সুহৃদরা

এস আই রায়হান

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১৬:৪৫ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ২২:৪৫

কক্সবাজার শহরের সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রতি বৃক্ষ রোপণ করেছেন কক্সবাজারের নবগঠিত কমিটির সুহৃদরা। ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’– এ প্রতিপাদ্যে সমকাল সুহৃদ সমাবেশ কেন্দ্রীয়ভাবে বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করেছিল। নতুন কমিটি গঠন হওয়ার পর সুহৃদরা এরই ধারাবাহিকতায় গাছের চারা রোপণ মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের কক্সবাজার জেলা সভাপতি নুরুল আবছার প্রধান শিক্ষক সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়, মো. এসআই রায়হান প্রতিষ্ঠাতা ও পরিচালক কক্সবাজার ডিবেট স্কুল, এ বিদ্যালয়ের শিক্ষক আনসারুল করিমসহ কার্যকরী সদস্য ও সমকাল সুহৃদের কক্সবাজার জেলা টিমের সদস্যরা।
সমকাল কক্সবাজার জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন জানান, ‘সুহৃদরা বছরজুড়ে নানা কার্যক্রম করে আসছে। বৃক্ষ রোপণ এর মধ্যে অন্যতম। কক্সবাজার জেলা সুহৃদ টিমের কার্যক্রম শুরু হয়েছে। এ কাজ অব্যাহত থাকবে। এ ছাড়া সংগঠনকে ত্বরান্বিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত রাখতে পরামর্শ দেন তিনি। কক্সবাজার জেলা সুহৃদ সাধারণ সম্পাদক এসআই রায়হানের সঞ্চালনায় সভাপতি নুরুল আবছার সবাইকে গাছ লাগানোর পাশাপাশি গাছ রক্ষণাবেক্ষণ, পরিচর্যা বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও নিয়মিত গাছ লাগাতে উৎসাহিত করেন। আয়োজন শেষে সুহৃদদের নিয়ে একটি সংক্ষিপ্ত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক আলোচনায় নানা বিষয় উঠে আসে। এর মধ্যে অন্যতম ছিল সুহৃদদের পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা। গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সদস্যরা কার্যক্রম পরিচালনা এবং সামাজিক-সাংস্কৃতিক কাজ শুরু করার বিষয়ে একমত প্রকাশ করেন। 
সুহৃদ কক্সবাজার
 

আরও পড়ুন