ধ্রুপদি আলোর নৃত্য

সমকাল ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪ | ০০:০৯
আশা নিয়ে আছি
ড. এ. বি. এম জহিরুল হক
পৃথিবী আজ বিক্ষুব্ধ, আমরা বড় অসহায়
জানি না এই শেষ কোথায়!
দয়াময় আমাদের রক্ষা কর–
রক্ষা কর এ পৃথিবীর পরিবেশ-জগৎ সংসার
দূর করে দাও সকল দুর্যোগ।
আমরা করেছি বড়াই-অহংকার
করেছি যত ভুল, অন্যায়-অবিচার
নির্বিচারে ধ্বংস করেছি বনাঞ্চল
দূষিত করেছি নদী-নালা খাল বায়ুমণ্ডল!
আর নয় হঠকারিতা, আর নয় অনুচিত কাজ-দম্ভ!
আর নয় প্রকৃতির ওপর অত্যাচার–
বন্ধ হোক সকল অনাচার!
ফিরিয়ে দাও অরণ্য, ফিরিয়ে দাও সবুজ বন।
শুভ বুদ্ধি জাগ্রত হোক– হই আমরা সভ্য
পৃথিবীকে বন্ধু মেনে গড়ে তুলি সখ্য।
নদীর তীর হোক পাখিদের সুখের নীড়–
মাছরাঙারা আঁকুক রংধনু আকাশের বুকে
ছড়িয়ে দিক রঙের আবির!
আশা নিয়ে আছি বুকে, সুদিন দেখবো বলে
যখন পৃথিবী দেখাবে নতুন আলো
বাঁচবো সবাইকে সবাই বেসে ভালো।
বাঁচার ঠিকানা
সালাউদ্দিন বাদল
অশ্রু নির্গত হয় গভীর বেদনায়
হৃদয়ে দোলা দেয় তোমার স্মৃতিগুলো
কখন যে শূন্যতায় হারিয়ে গেল দিনগুলো
আজ বড় বেশি মনে পড়ে তোমাকে
হৃদয়ের রক্তক্ষরণ আজ বাজে নীরবে
বাঁচার ঠিকানা খুঁজে পাব কি জীবনে।
একটু আলো চাই
দেবাশীষ কুমার শীল
আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রই
দূর আকাশের নক্ষত্রপুঞ্জ,
তোমাদের দিকে।
আলোয় আলোয় ভরা,
ধ্রুপদি আলোর নৃত্য।
আমার ভুবন,
আঁধারে ভরা।
মিটিমিটি করে জ্বলে প্রদীপ;
প্রকাশ করে,
ধ্রুপদি দৈন্য।
ও নক্ষত্রপুঞ্জ,
একটু আলো চাই,
আমার জন্য।
আমি নির্বাক,
আমার হয়ে কিছু বল হে চারুবাক।
অবিরচিত
নেসার আহমাদ সাহিল
আমার খুশির যবনিকাপাত হলো।
যেভাবে জোঁক রক্ত শোষণে মত্ত!
বিষধর দাঁত চিরে ধরে কুহেলিকা,
এখনও মেলেনি তোমার পূর্ণ স্বত্ব।
নিয়ত আরাধনা আজও তোমায় নিয়ে,
কীভাবে তুমি আবার ভুলে যাও?
তানপুরায় জমা বিরহ জমাকথা,
এবার না হয় নীরবতায় ঘিরে নাও।
আমার কথার মাত্রা হারিয়ে গেল।
নতুন কলঙ্ক দিয়ে গেল পক্ষাঘাত।
অচল হৃদয়ের স্নায়ুগুলো কথা বলে,
আকাশে জমুক বিচলিত মেঘরাত।
তোমার আরশিতে নতুন কুয়াশা মাখা,
পড়ছে নিয়ত আঙুলের ঘন ছাপ।
তোমার বারান্দার প্রতিটি শিকের কোনা,
উষ্ণতায় ভর্তি আমার প্রেমের তাপ