ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

সহায়হীন মানুষের পাশে

সহায়হীন মানুষের পাশে

কুড়িগ্রামের চর ইয়ুথনেটের কয়েকটি গ্রামের দুই শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন সুহৃদরা

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:৪৬

কুড়িগ্রাম
nসুজন মোহন্ত
‘তোমার কম্বল পায়া খুব ভালো হইল বাপ। এই জারত কাই্যও হামার চরত আসে নাই, কম্বল দিব্যার। হামার খুব ভালো হইল।’ কথাগুলো এভাবে বলছিলেন চর ইয়ুথনেটের বাসিন্দা ৬৫ বছরের হাজরা বেওয়া। 
এই চরের আরেক বাসিন্দা তাহের আলী (৫৬) বলেন, ‘আইজ চার-পাঁচটা দিন থাকি খুবই ঠান্ডা। হামরা নদীর মাঝত থাকি, চারপাকে নদীর ঠান্ডা বাতাস, জারতে হাত-পাও শিষ্টা নাগে। কাজ-কাম করা খুব কষ্ট। তোমার দেওয়া কম্বলটা পায়া খুব উপকার হইল।’ তাহের আলী ও হাজরা বেওয়ার মতো কুড়িগ্রামের চরের ২০০ পরিবার শীত নিবারণের কম্বল পেয়ে খুব খুশি। সুহৃদ সমাবেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় চরাঞ্চলের দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে সম্প্রতি সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ইয়ুথনেট, খাসের চর ও চর খেয়ার আলগার ২০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, ‘কুড়িগ্রামের বিভিন্ন স্থানে আমরা ইতোমধ্যে ৭০ হাজারের মতো কম্বল বিতরণ করেছি। সমকালের মাধ্যমে আজ চরাঞ্চলে শতাধিক কম্বল বিতরণ করা হলো। এটা নিঃসন্দেহে ভালো কাজ।’
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, সমকালের মাধ্যমে আরও শতাধিক চরবাসীকে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত।’ এ সময় উপস্থিত ছিলেন– সমাজকর্মী আলহাজ ওমর ফারুক, সুহৃদ রিফাত সরকার, স্বপন সরকার, মার্জিয়া মেধা, আবিদা সুলতানা, রুবাইয়া জান্নাত, রাকিবুল ইসলাম তানিম, নাজমুল হোসেন, খাদিজা আক্তার পাখি প্রমুখ। 
উল্লেখ্য, প্রতি বছর বন্যা ও শীতের সময় শীতার্ত মানুষের পাশে থাকা, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে সুহৃদ সমাবেশ কুড়িগ্রাম জেলা শাখা। 
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, কুড়িগ্রাম

 


নাটোর 
nনবীউর রহমান পিপলু 
‘এই হিয়ালে কম্বল পাইয়া জার থেকে বাঁচনু বাবা, আল্লাহ তোমার ভালো করবে।’ সমকাল সুহৃদ সমাবেশের দেওয়া কম্বল পেয়ে এ কথাগুলো বলছিলেন ভিক্ষাবৃত্তি করে খাওয়া সদর উপজেলার হাগুরিয়া গ্রামের সত্তরোর্ধ্ব ফুলজান বিবি। ফুলজান বিবি বলেন, তাঁর কেউ নাই। মানুষের কাছ থেকে যা পাই তা দিয়েই তাঁর জীবন চলছে। ছেঁড়া একখান কেঁতা ও মানুষের দেওয়া গায়ের চাদর উইরা এবারের হিয়াল কাটাতে হচ্ছে। আজকের এই কম্বল জার থেইক্যা বাঁচতে পারমু।’ আল্লাহ তোমাদের ভালো করবেন বলে দোয়া করেন ফুলজান বিবি। কম্বল পেয়ে খুশি হন তিনি। এ সময় ফোকলা দাঁতের একঝলক হাসি শোভা পাচ্ছিল ফুলজান বিবির মুখে। 
৩০ জানুয়ারি বিকেলে সমকাল সুহৃদ সমাবেশ নাটোর জেলা শাখার পক্ষ থেকে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সমকাল সুহৃদ সমাবেশ নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন– প্রফেসর অলোক কুমার মৈত্র দিঘাপতিয়া এম কে কলেজের অধ্যক্ষ কৃষিবিদ আমজাদ হোসেন, সুহৃদের সহসভাপতি প্রভাষক অশোক কুমার ভদ্র, সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান, সমকাল নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, সমকাল সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদ, সমকাল লালপুর প্রতিনিধি আশিকুর রহমান, সুহৃদ যুগ্ম সম্পাদক সাব্বির প্রামাণিক প্রান্ত, অর্থ সম্পাদক মোস্তফা বায়েজিদ কাদের, সৈকত, উমামা ইসলাম প্রমুখ। পরে সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, নাটোর 

 

 

ঠাকুরগাঁও
nশামসুজ্জুহা
সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার ফকদনপুর গ্রামে চেয়ারম্যান বাড়ির আর্থিক সহযোগিতায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুহৃদ সমাবেশ জেলা শাখার প্রধান উপদেষ্টা রেজাউল ইসলাম রন্টু। এ সময় উপস্থিত ছিলেন সুহৃদ সমাবেশ জেলা শাখার উপদেষ্টা পারভিন আকতার বানু, রকিবুল আসলাম রকি, সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজের প্রভাষক নুরে আলম, সহ-সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক শামসুজ্জুহা, সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম, রাতুল ইসলাম, সাজিদ ইসলাম, নাসিরুল ইসলাম, ফয়সাল ইসলাম, লিয়ন আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহিমানপুর ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দীন আহম্মেদের স্ত্রী অফিজা খাতুন।
শীতবস্ত্র পাওয়ার পর আর্থিক সহায়তাকারী চেয়ারম্যান বাড়ির সদস্য ও সুহৃদ সমাবেশের প্রতি কৃতজ্ঞতা জানান অসহায় ও দরিদ্র মানুষ। শীতপ্রধান এলাকা হিসেবে পরিচিত ঠাকুরগাঁওয়ে সুহৃদ সমাবেশ ও চেয়ারম্যান বাড়ির সদস্যদের মতো সমাজের বিত্তবান মানুষকে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অতিথিরা। প্রতি বছর শীতের সময় শীতার্ত মানুষের পাশে থাকাসহ বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে সুহৃদ সমাবেশ ঠাকুরগাঁও জেলা শাখা।
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঠাকুরগাঁও 

 


ঈশ্বরদী
nসেলিম সরদার
ঢাকার অল কমিউনিটি ক্লাব লিমিটেডের সহযোগিতায় সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে আরও একবার ঈশ্বরদীর ৫০০ দুস্থ পেল শীতবস্ত্র। ৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর স্কুলমাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মর্তূা সুবীর কুমার দাশ, অল কমিউনিটি ক্লাবের পরিচালক শিল্পপতি আশরাফ আলী খান মঞ্জু, ঈশ্বরদী সুহৃদ সভাপতি আর. কে. বাবু, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক আমান, সংগঠক আফছার আলী, শিক্ষক মাসুদ রানা, শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন খান আল-আমিন, স্বর্ণকলি বিদ্যাসদনের পরিচালক মনিরুল ইসলাম বাবু, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সুহৃদ সহসভাপতি তৌফিক আলম সোহেল, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ প্রমুখ।
এর আগে ২৫ জানুয়ারি উপজেলার মুলাডুলি ইউনিয়নের অজো গ্রাম পতিরাজপুর আদিবাসী পল্লির প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে সুহৃদদের নিজেদের উদ্যোগে দুই শতাধিক বাসিন্দার প্রত্যেককে কম্বল দেওয়া হয়। নিজেদের উদ্যোগে একটি করে কম্বল দেওয়ার মাধ্যমে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছেন সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদীর সুহৃদরা। পতিরাজপুর আদিবাসী পল্লির মন্দির প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল আলীম বিশ্বাস মিঠুর সভাপতিত্বে বক্তব্য দেন আদিবাসী পল্লির প্রধান ভবেশ সরদার, সমকাল সুহৃদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক আমান, বিনা পয়সার পাঠশালার প্রতিষ্ঠাতা প্রবীণ শিক্ষক তাহেরুল ইসলাম, স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল ইসলাম বাবু, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন খান আল-আমিন, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সুহৃদ সমাবেশ ঈশ্বরদী কমিটির সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, সুহৃদ আব্দুস সামাদ, মশিউর রহমান মাসুম, ফিরোজ আহমেদ, আশরাফ হোসেন, হাসান চৌধুরী, দুর্জয় ইসলাম লিমন, ফারজানা ফেরদৌস পুষ্প, মারুফ হাসান, পরিতোষ পাল, সানি হোসেন পলাশ প্রমুখ।
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী

 

 

শিববগঞ্জ
nএ কে এস রোকন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন সুহৃদ সমাবেশের সদস্যরা। গত ৩১ জানুয়ারি বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সুহৃদ সমাবেশ, শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, সুহৃদ সমাবেশের উপদেষ্টা আলহাজ মো. আকবর হোসেন, সমকালের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এ কে এস রোকন, সুহৃদ এস এম মহিউদ্দিন, সুহৃদ রায়হান আলীসহ অন্য সুহৃদরা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণের জন্য উপজেলার বিভিন্ন এলাকার ৫০টি পরিবারের তালিকা করেন সুহৃদরা। সে অনুযায়ী তাদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এর আগে এক সাংগঠনিক সভায় মিলিত হন তারা। এতে কম্বল বিতরণসহ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিতর্ক উৎসব নিয়ে আলোচনা হয়। v 
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন

×