ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

পথচারীর জন্য ইফতার

পথচারীর জন্য ইফতার

নরসিংদী সদরের বৌয়াকুরের একটি শপিংমলের সামনে পথচারীর জন্য ইফতারির প্যাকেট হাতে সুহৃদরা

তানজীম আহমেদ

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫ | ০০:১৫

নরসিংদী সদরের বৌয়াকুর চত্বর ব্যস্ততম এলাকা। ইফতার করতে আসা ব্যক্তিদের মধ্যে ছোট-বড় গাড়িচালক, শ্রমিক ও পথচারীর সংখ্যাই বেশি। যারা এ সময় রাস্তায় থাকেন তাদের ইফতার করা নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়। নানা জায়গায় ইফতারি খোঁজেন পথচারী থেকে শুরু করে ভাসমান মানুষ। বিষয়টি বিবেচনায় নিয়ে নরসিংদী সমকাল সুহৃদ সমাবেশ আয়োজন করে ‘পথচারীদের ইফতার বিতরণ’ কার্যক্রম। এরই ধারাবাহিকতায় ২১ ও ২৫ মার্চ দুই শতাধিক পথচারী ও ভাসমান মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হয়। 
আয়োজনে উপস্থিত ছিলেন– সভাপতি মো. আল-আমিন রহমান ও সাধারণ সম্পাদক তানজিদ আহমেদ অপি, সহসভাপতি হানিফ মাহমুদ, সহসভাপতি জসিম উদ্দিন সরকার, সহ-সাধারণ সম্পাদক সোহাগ সিকদার, শাওন আলী, শিক্ষাবিষয়ক সম্পাদক সজীব আহমেদ, কার্যনির্বাহী সদস্য রিফাত আহমেদ অনল, শরীফ আহমেদ তমাল প্রমুখ।
সুহৃদ সদস্যরা তাদের নিজেদের ব্যবস্থাপনায় ও শুভাকাঙ্ক্ষীদের অনুদানে ইফতারের আয়োজন করেন। সুহৃদরা জানান, ইফতারের আধা ঘণ্টা আগে তাদের স্বেচ্ছাসেবকরা সেখানে খাবারের প্যাকেটগুলো নিয়ে যান এবং সাজিয়ে রাখেন। তারপর সেখান থেকে যাদের প্রয়োজন তাদের হাতে ইফতারির প্যাকেট তুলে দেন। 
এর আগে সুহৃদরা এক সাংগঠনিক সভায় মিলিত হন। এতে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা হয়। সে অনুযায়ী পথচারী ও ভাসমান মানুষের মধ্যে ইফতারি বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন। v
সুহৃদ নরসিংদী

আরও পড়ুন

×