ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

পটুয়াখালীতে প্রস্তুতি সভা

পটুয়াখালীতে প্রস্তুতি সভা

.

জিয়াউর রহমান

প্রকাশ: ১৩ মে ২০২৫ | ০০:১৯

পটুয়াখালী জেলা সুহৃদ সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সুহৃদদের অংশগ্রহণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য সাংগঠনিক কার্যক্রমের ভিত্তিতে জেলা কমিটি গঠিত হবে। কমিটি গ্রহণযোগ্য করার জন্য এ সভার আয়োজন করা হয়। মতামত নেওয়া হয় জেলা সুহৃদ সমাবেশের উপদেষ্টা পরিষদের সদস্যদের। সমকালের জেলা প্রতিনিধি ও জেলা সুহৃদ সমন্বয়ক মুফতী সালাহউদ্দিন এবং উপদেষ্টা গাজী হানিফের ওপর এ দায়িত্ব দেওয়া হয়। তিনি সুহৃদদের মতামত গ্রহণ করেন।
জেলা সুহৃদ সমাবেশের সাবেক সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবা হক মেবিন, বর্তমান আহ্বায়ক পলাশ চন্দ্র হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হামিদা আক্তার রিমি ও ঐশী রায়, সদস্য সচিব সাইয়ারা আফিয়া ঝুমুর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবিনা রুবি, সাবেক অর্থবিষয়ক সম্পাদক কাজী রফিকুল ইসলাম রাহাত, পটুয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি মো. নাজমুল খান, সিনিয়র সহসভাপতি ফারহানা ইয়াছমিন ছন্দা, সাধারণ সম্পাদক হাওলাদার অনু, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সরকারি মহিলা কলেজ শাখার সভাপতি সাদিয়া আফরিন তামান্না, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী বৃষ্টিসহ উপদেষ্টারা সাংগঠনিক মতামত দেন।
সভায় এক সপ্তাহের মধ্যে জেলা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সিদ্ধান্ত হয়। 
সুহৃদ পটুয়াখালী

আরও পড়ুন

×