ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

যোগাযোগ কমে গেছে

যোগাযোগ কমে গেছে

শরমিন্দ নীলোর্মি অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৮:৩৮

শরমিন্দ নীলোর্মি
অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আগে আত্মীয়স্বজন একসঙ্গে বাস করেছে। এমনকি বাড়ি ভাগ হওয়ার পরও ভাইবোনরা পাশাপাশিই থেকেছে। মানুষ এখন শহরমুখী হয়েছে। সেই সঙ্গে জায়গাও কমে গেছে। ফলে এখন ইচ্ছা থাকলেই সবাই একসঙ্গে থাকা যাচ্ছে না। মধ্যবিত্ত সমাজে মা-বাবা দু’জনকেই কাজে যুক্ত হতে হচ্ছে। ফলে সন্তানকে আগেকার মতো সময় দেওয়া সম্ভব হচ্ছে না। আগে পাড়ার একটা প্রভাব ছিল। পাড়ার লোকজন একে-অপরকে চিনত। ছেলেমেয়েদের দিকে তখন অনেকগুলো চোখ লক্ষ্য রাখত। এখন পাড়ার কনসেপ্টই নেই। 
প্রযুক্তির প্রভাবে যন্ত্রের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ছে। তবে তা সরাসরি যোগাযোগের সুযোগটা কমিয়ে দিয়েছে। আমাদের অনেক প্রয়োজনই এখন ভার্চুয়াল মাধ্যমে পূরণ হয়ে যাচ্ছে। ফলে সামনাসামনি কফি খেতে খেতে আর আড্ডা দেওয়া হচ্ছে না। 
সন্তানদের ডিভাইস ব্যবহার করতে দিতে হবে। তবে মা-বাবাকে তা নিয়ন্ত্রণ করতেও জানতে হবে। ওই দিকনির্দেশনা দেওয়ার মতো সময় থাকতে হবে। ব্যস্ততার অজুহাতে 
মা-বাবা দায় এড়াতে পারেন না। আবার নতুন প্রজন্মের 
সঙ্গে তাল মেলাতে হলে মা-বাবাকে আপডেটেড থাকারও প্রয়োজন রয়েছে। v

আরও পড়ুন

×