অবহেলায় টিকে থাকা এক স্বাস্থ্যসেবা কেন্দ্র

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার চন্দনপাট (বালুয়া) কমিউনিটি ক্লিনিক
মুস্তাকিম হাসান
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ২৩:৫৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ১১:৫০
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার চন্দনপাট (বালুয়া) কমিউনিটি ক্লিনিকটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এ ক্লিনিকটি ব্যাপক অবকাঠামোগত সংকটে ভুগছে। স্বাস্থ্যসেবার মৌলিক সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্য থাকলেও, বাস্তবে এ ক্লিনিকটি আজ জরুরি সংস্কারের অপেক্ষায় দিন গুনছে।
প্রত্যন্ত অঞ্চলের এ কমিউনিটি ক্লিনিকটি মূল সড়ক থেকে প্রায় ৩০-৪০ মিটার দূরে অবস্থিত। ঢালু জমির কারণে বর্ষাকালে প্রায়ই পানিতে তলিয়ে যায়। রোগীদের, বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী, শিশু এবং বয়স্কদের জন্য এ কাদাময় পথ পাড়ি দিয়ে ক্লিনিকে পৌঁছানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ধানক্ষেতের মধ্য দিয়ে এ পথ পাড়ি দিতে গিয়ে অনেকেই বিপদে পড়েন, কিন্তু প্রয়োজনের তাগিদে তারা আসতে বাধ্য হন।
ক্লিনিকের ভেতরের চিত্র আরও হতাশাজনক। বৃষ্টির সময় ভাঙা ছাদের ফাঁক দিয়ে পানি পড়ে মেঝেতে জমে থাকে। রোগীর জন্য তা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। এমনকি মাঝেমধ্যে মেঝের পাশ দিয়ে সাপ বের হতে দেখা যায়। রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ অবস্থা সত্ত্বেও ক্লিনিকটির একমাত্র সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) মো. রুহুল আমিন প্রতিদিন প্রায় ১১০ জন রোগীকে সেবা দেন। তাঁর জন্য প্রয়োজনীয় কোনো সরঞ্জাম, আসবাব বা বিদ্যুৎ সরবরাহ নেই। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং পর্যাপ্ত আসবাব না থাকায় রোগীকে মাটিতে বসে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এমন এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে টয়লেট এবং বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থাও নেই; যা রোগী, বিশেষ করে অন্তঃসত্ত্বা মা ও শিশুর জন্য আরও বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত এ ক্লিনিকের অবকাঠামো উন্নয়ন করা ছাড়া উপায় নেই। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তা না হলে এ প্রত্যন্ত অঞ্চলের মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবেন, যা এ ক্লিনিকের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব।
সরকার এবং উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে এ ক্লিনিককে দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব। অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় সরঞ্জাম এবং আসবাব সরবরাহ নিশ্চিত করা গেলে, ক্লিনিকটির কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি পাবে।
চন্দনপাট (বালুয়া) কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন শুধু একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের উন্নয়ন নয়; বরং এটি স্থানীয় মানুষের জন্য একটি সুস্থ ও নিরাপদ জীবনের আশ্বাস। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে এ ক্লিনিকটি কার্যকরভাবে সেবা দিতে সক্ষম হলে স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। এখনই সময় এ ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রগুলো যাতে সঠিক ভূমিকা পালন করতে পারে, সেদিকে মনোযোগ দেওয়ার এবং প্রত্যন্ত অঞ্চলে মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার।
লেখক: প্রধান নির্বাহী কর্মকর্তা, ক্যাচ বাংলাদেশ লিমিটেড
- বিষয় :
- স্বাস্থ্যসেবা