গাজার অধিকারকর্মীর ডায়েরি থেকে
শরণার্থী শিবিরে চার সন্তানের জননী অধিকারকর্মী হালা
হিল্লোল চৌধুরী
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪ | ২৩:২৯
গত বছরের ৭ অক্টোবর যখন ইসরায়েল গাজায় ব্যাপক আগ্রাসন চালানো শুরু করে, তখন চার সন্তানের জননী হালার জীবন রাতারাতি নাটকীয়ভাবে বদলে যায়; যেমনটা গাজা উপত্যকায় বসবাসকারী ২০ লাখেরও বেশি ফিলিস্তিনির জন্য হয়েছিল। হালা বেসরকারি সংস্থা আলিয়ানজা-একশনএইড-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর। প্রতিষ্ঠানটি নারীদের মনোসামাজিক সহায়তা, নগদ সহায়তাসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। হালা তাঁর অভিজ্ঞতা একটি ডায়েরিতে লিখে রেখেছিলেন; যা পরে জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থার (ওসিএইচএ) সঙ্গে শেয়ার করেন। ওই ডায়েরিতে তিনি লিখেছেন, কীভাবে রাফাহ শহরের এক পরিত্যক্ত অ্যাপার্টমেন্টে আশ্রয় নিতে থেকেছেন; যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার মধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা; আর কীভাবে পানি ও টয়লেটের অভাবে ভুগছেন শরণার্থীরা, সেই দুঃসহ কথা।
ডায়েরিতে হালা ২০২৩ সালের ১৪ অক্টোবরের বর্ণনা দিয়ে বলেন, ‘গভীর রাতে, আমি নিজেকে রাস্তায় আবিষ্কার করলাম; আমার স্বামী এবং বাচ্চাদের সঙ্গে দৌড়াচ্ছি। আমরা ভীত, সন্ত্রস্ত এবং ক্লান্ত। গাজায় আমাদের বাড়ি থেকে পালিয়ে আসার পর থেকে আমরা ছয়বার বাস্তুচ্যুত হয়েছি। সঙ্গে শুধু আমাদের পরিচয়পত্র, আমরা অবশেষে রাফাহর একটি পরিত্যক্ত অ্যাপার্টমেন্টে আশ্রয় পাই। আমাদের সঙ্গে এখানে আরও দুটি বাস্তুচ্যুত পরিবার রয়েছে।’
২২ অক্টোবর তিনি ডায়েরিতে লিখেন, ‘আজ রাতে, অন্য অনেকের মতো, ঘুম আমাকে বিদায় জানিয়েছে। আমি মেঝেতে চারপাশে জড়িয়ে থাকা আমার বাচ্চাদের পরীক্ষা করতে থাকি, তারা ঠিক আছে কিনা। আমরা একটি পাতলা বিছানার চাদরে ঢাকা। গোলাগুলির আওয়াজ ও তেলাপোকার উপস্থিতিতে আমার বাচ্চারা মাঝেমধ্যে কান্নাকাটি করে ঘুম থেকে ওঠে। এতে আমি যে যতসামান্য ঘুমের সুযোগ পাই, তাতেও বিঘ্ন ঘটে।’
২৮ অক্টোবর তিনি লিখেছেন, ‘ঘরে ব্যবহারের মতো পানি সংগ্রহ করতে আমাদের ১৫ দিন লেগেছিল; আমাদের ঠান্ডা পানিতে গোসল করতে হয়। জায়গাটিতে সব কিছুর অভাব রয়েছে, এমনকি একটি টয়লেটও নেই।’
রাফাহ শরণার্থী শিবিরে হৃদয়বিদারক পরিস্থিতির কথা হালা লিখেছেন– ‘প্রতিটি শ্রেণি কক্ষে এখন পাঁচ থেকে সাতটি পরিবার রয়েছে; এমনকি একটি পরিবার লিফটে ঘুমাচ্ছে। বাথরুমের জন্য সারি কখনও শেষ হয় না এবং স্বাস্থ্য পরিস্থিতি বিপর্যয়কর। বিশেষ করে নারী ও শিশুরা আশ্রয়কেন্দ্রে ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন।’ v
- বিষয় :
- গাজা