ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

ভূমিকম্প সহনীয় স্টিল তৈরির পূর্বশর্ত অপদ্রব্যমুক্ত স্ক্র্যাপ

ভূমিকম্প সহনীয় স্টিল তৈরির পূর্বশর্ত অপদ্রব্যমুক্ত স্ক্র্যাপ

ড. আসিফুল হক অধ্যাপক, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ২৩:৩৭

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফুল হক বলেছেন, বিল্ডিং কোড মেনে তৈরি করা বাড়িই হতে পারে ভূমিকম্প সহনীয়। তবে একটি বাড়িকে ভূমিকম্প সহনীয় করে তৈরি করতে আরও কয়েকটি পদক্ষেপ জরুরি। বিল্ডিং ক্যাটেগরি ঠিক করে সঠিক যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন কারিগরি ব্যক্তি বা ফার্মকে নিয়োগ দিতে হবে। মনে রাখতে হবে, বিল্ডিং কোড অনুযায়ী একজন ডিজাইনার যে পরিমাণ রড ডিজাইনে উল্লেখ করেন, তার থেকে কম বা বেশি রড ব্যবহার উভয়ই ভবনকে ঝুঁকিগ্রস্ত করতে পারে।
সম্প্রতি সমকালের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অধ্যাপক ড. আসিফুল হক। তিনি বলেন, ভবন নির্মাণের আগে জমির মাটি পরীক্ষা করা জরুরি। মানসম্মত নির্মাণসামগ্রী যেমন– সিমেন্ট, পাথর, বালু, রড ইত্যাদি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষাগারে পাঠিয়ে কংক্রিটের শক্তি পরীক্ষা করে নিতে হবে। রডের টেনশনও টেস্ট করতে হবে। ভূমিকম্প সহনীয় বাড়ি তৈরিতে বড় একটি ভূমিকা আছে এই রডের।
রড বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত গ্রাহকদের– এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. আসিফুল হক বলেন, কোন প্রযুক্তির রড আপনি ব্যবহার করছেন, সেটি কতটা বিশুদ্ধ প্রক্রিয়ায় উৎপাদন হয়েছে– এ দুটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে সবার আগে। এর ওপর নির্ভর করবে ভূমিকম্পের সহনীয় মাত্রাও। বিশুদ্ধ ও বিশ্বসেরা স্টিল তৈরির পথে প্রি-হিটিং হচ্ছে প্রথম ধাপ। যে প্রযুক্তির মাধ্যমে অফ গ্যাসের তাপ আহরণ করে স্ক্র্যাপ মেটালকে মেল্টিং ফার্নেসে ঢালার আগেই ৬০০ ডিগ্রির ওপরে উত্তপ্ত করা হয় তাকে স্ক্র্যাপ প্রি-হিটিং বলে। কোয়ান্টাম আর্ক ফার্নেসে প্রি-হিটিং চেম্বার আছে। তাই স্ক্র্যাপের গায়ে লেগে থাকা সব ধরনের মরিচা, পেইন্ট, ডাস্ট, গ্রিজ, অয়েলজাতীয় অপদ্রব্য আগেই ডিডাস্টিং সিস্টেমের মাধ্যমে ব্যাগ হাউসে জমা হয়। ফলে গলিতকরণ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই স্ক্র্যাপে সর্বোচ্চ বিশুদ্ধতা নিশ্চিত হয়।
 সাক্ষাৎকারগুলো নিয়েছেন সারোয়ার সুমন

আরও পড়ুন

×