
ফ্যাশন শো থেকে অপেরা হাউস, বইমেলা বা নানা সাংস্কৃতিক আয়োজন- করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে একের পর এক অনুষ্ঠান বাতিল হয়েছে এ বছর। এক নজরে জেনে নেওয়া যাক কনসোম মেগা ইভেন্ট থেকে এ বছর সবাই বঞ্চিত হলো।
আইটিবি ট্রাভেল ট্রেড শো (বার্লিন) ভ্রমণ বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এ মেলার আয়োজন শেষ মুহূর্তে বাতিল করেছেন আয়োজকরা। বিশ্বজুড়ে পর্যটকদের প্যারিস ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ ল্যুভর মিউজিয়াম। ফ্রান্সে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতি বছর এপ্রিলে সারাবিশ্বের পেশাদার ডিজাইনার, শিল্পী ও কোম্পানি নতুন নতুন আসবাবপত্রের নকশা ও ইন্টেরিয়র ডিজাইন দেখতে মিলান যান। করোনাভাইরাসের কারণে আয়োজকরা মেলা পিছিয়ে নিয়ে গেছেন। করোনার প্রভাব প্যারিস ফ্যাশান উইকেও পড়েছে। অনেক বড় বড় ডিজাইনার অংশ নেননি। এমনকি সম্ভাষণ জানানোর ঐতিহ্যবাহী রীতিতেও পরিবর্তন দেখা গেছে। মার্চের ১০ থেকে ১২ তারিখ লন্ডনে বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু কর্মীদের নিরাপত্তার খাতিরে বেশ কয়েকটি বড় প্রকাশক মেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলে মেলা বাতিল ঘোষণা করা হয়। করোনাভাইরাসের কারণে সংগীত বিষয়ে ইউরোপের সবচেয়ে বড় মেলা 'মিউজিকমেসে ফ্রাঙ্কফুর্ট' স্থগিত করা হয়েছে। ২ থেকে ৪ এপ্রিল এই মেলা হওয়ার কথা ছিল। এবার মেলার ৪০তম বার্ষিকী উদযাপনের পরিকল্পনা ছিল। করোনার প্রভাব পড়েছে বিশ্বের চলচ্চিত্র উৎসব ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে। এরই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ফিল্ম ফেস্টিভ্যাল বা অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুধু নয়; এই ভাইরাস সচেতনতা থেকে হলিউডসহ পুরো বিশ্বের অনেক সিনেমার মুক্তি পিছিয়েছে এবং শুটিংও বন্ধ রাখা হয়েছে। করোনার থাবায় স্তব্ধ ছিল বিশ্ব ক্রীড়াঙ্গন।
মার্চ মাসে শুটিং বিশ্বকাপ হওয়ার কথা ছিল দিল্লিতে। তা পিছিয়ে নেওয়া হয়েছে। পেছানো হয়েছে আর্টিস্টিক জিমন্যাস্টিকসের বিশ্বকাপ। করোনার উৎপত্তিস্থল চীনের ঘরোয়া ফুটবল লিগ স্থগিত হয় প্রথমে। এর পর জাপান ও কোরিয়ান লিগও বন্ধ করে দেওয়া হয়। ইউরোপের দেশগুলোতেও লিগ বন্ধ ছিল অনেক দিন। বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল ১৩ থেকে ১৫ মার্চ। এ বছর আর অনুষ্ঠিত হচ্ছে না আসরটি। আমস্টারডাম, প্যারিস ও বার্সেলোনা ম্যারাথনও স্থগিত। ফর্মুলা ওয়ান মৌসুম শুরুর আসর অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রি শুরু হওয়ার কথা ছিল ১৫ মার্চ। তবে প্রতিযোগিতাটি বাতিল করা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় বিএনপি পারিবাস ওপেন (ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স) বাতিল হয়ে গেছে। ভেস্তে গেছে এপ্রিল ও মে মাসে চীনে শি'য়ান ওপেন ও কানমিং ওপেনও। ভারোত্তোলনের এশিয়ান চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল ১৬-২৫ এপ্রিল উজবেকিস্তানে। সেটিও হচ্ছে না। করোনাভাইরাসের মহামারির কারণে চলতি বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে স্থগিতের ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। চলতি বছরের ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ ম্যাচের বিশ্বকাপটি শুরু হওয়ার কথা ছিল। করোনা মহামারির কারণে এ বছরের প্যারিস ম্যারাথন শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বৃহৎ শিল্পের মধ্যে পর্যটন অন্যতম। করোনাভাইরাস আতঙ্কে সারা পৃথিবীতে পর্যটকদের ভ্রমণ বাতিল ও বিভিন্ন বিধিনিষেধের কারণে বিরূপ প্রভাব পড়েছে এ খাতে। জার্মানির বার্লিনে এ বছর বার্ষিক পর্যটন ইভেন্ট 'ইন্টারন্যাশনাল ট্যুরিজম এক্সচেঞ্জ' হওয়ার কথা ছিল। কিন্তু ভাইরাসের কারণে তা বাতিল হয়ে গেছে। প্রতিদিনই নতুন করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঘটনা চিহ্নিত হচ্ছে। এ কারণে পর্যটন কেন্দ্র বন্ধ ও ইভেন্ট বাতিলের তালিকা দীর্ঘ হতে পারে। কোনো জায়গা বা ইভেন্ট বাতিল হলো কিনা, তা জানতে সেগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকা শ্রেয়। দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র গিয়ংবোকগং প্যালেস পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের অফিসিয়াল গাইড ট্যুর স্থগিত করেছে। অবশ্য নিজে থেকে ঘুরে বেড়াতে চাইলে অনুমতি পাওয়া যাবে। ফ্লোরেন্স শহরের পিয়াৎজা দেল দুয়োমো তথা ক্যাথেড্রাল স্কয়ারে সারাবছর কবুতরের চেয়ে পর্যটকের ভিড় বেশি থাকে। কিন্তু এখন বিরল চিত্র। ভ্রমণপ্রেমীদের চেয়ে পাখিই বেশি। ভ্যাটিকান সিটির সেন্ট পিটারস স্কয়ারে পর্যটকদের উপস্থিতি এখন হাতেগোনা। সব মিলিয়ে গোটা ইতালিতে হোটেল বুকিং ৫০ শতাংশেরও নিচে নেমে গেছে।
আইটিবি ট্রাভেল ট্রেড শো (বার্লিন) ভ্রমণ বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এ মেলার আয়োজন শেষ মুহূর্তে বাতিল করেছেন আয়োজকরা। বিশ্বজুড়ে পর্যটকদের প্যারিস ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ ল্যুভর মিউজিয়াম। ফ্রান্সে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতি বছর এপ্রিলে সারাবিশ্বের পেশাদার ডিজাইনার, শিল্পী ও কোম্পানি নতুন নতুন আসবাবপত্রের নকশা ও ইন্টেরিয়র ডিজাইন দেখতে মিলান যান। করোনাভাইরাসের কারণে আয়োজকরা মেলা পিছিয়ে নিয়ে গেছেন। করোনার প্রভাব প্যারিস ফ্যাশান উইকেও পড়েছে। অনেক বড় বড় ডিজাইনার অংশ নেননি। এমনকি সম্ভাষণ জানানোর ঐতিহ্যবাহী রীতিতেও পরিবর্তন দেখা গেছে। মার্চের ১০ থেকে ১২ তারিখ লন্ডনে বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু কর্মীদের নিরাপত্তার খাতিরে বেশ কয়েকটি বড় প্রকাশক মেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলে মেলা বাতিল ঘোষণা করা হয়। করোনাভাইরাসের কারণে সংগীত বিষয়ে ইউরোপের সবচেয়ে বড় মেলা 'মিউজিকমেসে ফ্রাঙ্কফুর্ট' স্থগিত করা হয়েছে। ২ থেকে ৪ এপ্রিল এই মেলা হওয়ার কথা ছিল। এবার মেলার ৪০তম বার্ষিকী উদযাপনের পরিকল্পনা ছিল। করোনার প্রভাব পড়েছে বিশ্বের চলচ্চিত্র উৎসব ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে। এরই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ফিল্ম ফেস্টিভ্যাল বা অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুধু নয়; এই ভাইরাস সচেতনতা থেকে হলিউডসহ পুরো বিশ্বের অনেক সিনেমার মুক্তি পিছিয়েছে এবং শুটিংও বন্ধ রাখা হয়েছে। করোনার থাবায় স্তব্ধ ছিল বিশ্ব ক্রীড়াঙ্গন।
মার্চ মাসে শুটিং বিশ্বকাপ হওয়ার কথা ছিল দিল্লিতে। তা পিছিয়ে নেওয়া হয়েছে। পেছানো হয়েছে আর্টিস্টিক জিমন্যাস্টিকসের বিশ্বকাপ। করোনার উৎপত্তিস্থল চীনের ঘরোয়া ফুটবল লিগ স্থগিত হয় প্রথমে। এর পর জাপান ও কোরিয়ান লিগও বন্ধ করে দেওয়া হয়। ইউরোপের দেশগুলোতেও লিগ বন্ধ ছিল অনেক দিন। বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল ১৩ থেকে ১৫ মার্চ। এ বছর আর অনুষ্ঠিত হচ্ছে না আসরটি। আমস্টারডাম, প্যারিস ও বার্সেলোনা ম্যারাথনও স্থগিত। ফর্মুলা ওয়ান মৌসুম শুরুর আসর অস্ট্রেলিয়ান গ্রাঁ প্রি শুরু হওয়ার কথা ছিল ১৫ মার্চ। তবে প্রতিযোগিতাটি বাতিল করা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় বিএনপি পারিবাস ওপেন (ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স) বাতিল হয়ে গেছে। ভেস্তে গেছে এপ্রিল ও মে মাসে চীনে শি'য়ান ওপেন ও কানমিং ওপেনও। ভারোত্তোলনের এশিয়ান চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল ১৬-২৫ এপ্রিল উজবেকিস্তানে। সেটিও হচ্ছে না। করোনাভাইরাসের মহামারির কারণে চলতি বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে স্থগিতের ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। চলতি বছরের ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ ম্যাচের বিশ্বকাপটি শুরু হওয়ার কথা ছিল। করোনা মহামারির কারণে এ বছরের প্যারিস ম্যারাথন শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বৃহৎ শিল্পের মধ্যে পর্যটন অন্যতম। করোনাভাইরাস আতঙ্কে সারা পৃথিবীতে পর্যটকদের ভ্রমণ বাতিল ও বিভিন্ন বিধিনিষেধের কারণে বিরূপ প্রভাব পড়েছে এ খাতে। জার্মানির বার্লিনে এ বছর বার্ষিক পর্যটন ইভেন্ট 'ইন্টারন্যাশনাল ট্যুরিজম এক্সচেঞ্জ' হওয়ার কথা ছিল। কিন্তু ভাইরাসের কারণে তা বাতিল হয়ে গেছে। প্রতিদিনই নতুন করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঘটনা চিহ্নিত হচ্ছে। এ কারণে পর্যটন কেন্দ্র বন্ধ ও ইভেন্ট বাতিলের তালিকা দীর্ঘ হতে পারে। কোনো জায়গা বা ইভেন্ট বাতিল হলো কিনা, তা জানতে সেগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকা শ্রেয়। দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র গিয়ংবোকগং প্যালেস পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের অফিসিয়াল গাইড ট্যুর স্থগিত করেছে। অবশ্য নিজে থেকে ঘুরে বেড়াতে চাইলে অনুমতি পাওয়া যাবে। ফ্লোরেন্স শহরের পিয়াৎজা দেল দুয়োমো তথা ক্যাথেড্রাল স্কয়ারে সারাবছর কবুতরের চেয়ে পর্যটকের ভিড় বেশি থাকে। কিন্তু এখন বিরল চিত্র। ভ্রমণপ্রেমীদের চেয়ে পাখিই বেশি। ভ্যাটিকান সিটির সেন্ট পিটারস স্কয়ারে পর্যটকদের উপস্থিতি এখন হাতেগোনা। সব মিলিয়ে গোটা ইতালিতে হোটেল বুকিং ৫০ শতাংশেরও নিচে নেমে গেছে।
মন্তব্য করুন