আমারও দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন।
শ্যামল কোমল হরষ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন।
প্রাণে প্রাণে যেন তাই
তারই সুর শুধু পাই
দিগন্ত জুড়ে সোনা রঙ ছবি
এঁকে যাই সারাক্ষণ।
বাতাস আমার সবুজ স্বপ্টেম্ন দুলছে
কণ্ঠে কণ্ঠে তারই ধ্বনি শুধু তুলছে।
গানে গানে আজই তাই
সেই কথা বলে যাই।
নতুন আশার এনেছে জীবনে
সূর্যেরই এ লগন।

কথা: মোহম্মদ মনিরুজ্জামান
সুর: আব্দুল আহাদ

বিষয় : আত্মছবি মোহম্মদ মনিরুজ্জামান সাহিত্য কবিতা

মন্তব্য করুন