- বিশেষ আয়োজন
- স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রশংসা
বরিশালে বাজেট প্রতিক্রিয়া
স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রশংসা

করোনা মহামারির সংকট কাটিয়ে ওঠার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনীতিই এখন টালমাটাল। এর মধ্যেই 'গণমুখী বাজেট' ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছেন বরিশালের ব্যবসায়ীরা।
বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি নিজাম উদ্দিন বলেন, ঘোষিত বাজেট গরিবের বাজেট; জন ও ব্যবসাবান্ধব। আগামী অর্থবছর থেকে সর্বজনীন পেনশন চালুর কথাও বলা হয়েছে বাজেটে। এতে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হবে।
মন্তব্য করুন