- বিশেষ আয়োজন
- যেভাবে যত্ন নেবেন এসির
যেভাবে যত্ন নেবেন এসির

প্রতিনিয়ত এসির ব্যবহার আমাদের অভ্যাস হয়ে উঠেছে; গরম অথবা বর্ষা সব ঋতুতেই এখন এসির ব্যবহার দিনকে দিন বাড়ছে। এসি যাতে সঠিকভাবে কাজ কারতে পারে, সে জন্য নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখাটাও জরুরি।
এসি পরিস্কার রাখতে যা করবেন
- এসি মেশিনের বাইরে ও ভেতরে ধুলো-ময়লা জমলে সহজে ঠান্ডা হয় না। তাই আসবাব মোছার মতো নিয়ম করে মেশিনের চারপাশ শুকনো কাপড় দিয়ে মুছে পরিস্কার রাখুন।
- এসির সুইচ ঠিক কাজ করছে কিনা, চেক করে নিতে হবে।
- ঘরের জানালা-দরজা ভালো করে বন্ধ না রাখলে মেশিনে বাড়তি চাপ পড়ে ঘর ঠান্ডা হতে দেরি হয়।
- আউটডোর ইউনিট নিজেরা পরিস্কার না করাই ভালো। শুধু ধুলো-ময়লা পরিস্কার করে মুছে নিলেই যথেষ্ট।
- সাধারণত এসির মাথায় একটা জালি দেওয়া ঢাকনা থাকে। ধুলো জমে জমে সেটাও নোংরা হয়। সেটা খুলে ব্রাশ দিয়ে, প্রয়োজনে পানি কিংবা লিকুইড সাবান বা একটু ডিটারজেন্ট দিয়ে পরিস্কার করতে পারেন। শুকিয়ে গেলে আবার লাগিয়ে নেবেন।
- বিল নিয়ন্ত্রণে রাখতে কিছুক্ষণ চলার পর এসি বন্ধ করে ফ্যান চালিয়ে রাখতে হবে।
- অনেকেই গরমের দিনে ১৬ ডিগ্রিতে এসি চালান। কিন্তু এখন ২৪ থেকে ২৫ ডিগ্রিতে চালিয়ে রাখলে মেশিনে বাড়তি চাপ পড়ে না। শুরুতে কিছুক্ষণ কম তাপমাত্রায় চালিয়ে নিয়ে তারপর তাপমাত্রা বাড়িয়ে দিতে হবে।
- এসি মেশিনের এয়ার ফিল্টার নিয়মিত পরিস্কার রাখা দরকার। মাঝে মধ্যে মেশিন খুলে নিয়ে ফিল্টার বের করে নিন।
- এসির ফ্যান পরিস্কার। যতটা সম্ভব শুকনো কাপড় কিংবা ব্রাশ কিংবা এয়ার ব্লোয়ার থাকলে তা দিয়ে ফ্যানের ব্লেডে আটকে থাকা ময়লা পরিস্কার করে নিন; যা দিয়ে পরিস্কার করছেন, তার কোনো অংশ যেন এসিতে লেগে না থাকে, সেটা খেয়াল রাখবেন।
- ময়লা জমলে মেশিন ঠিকমতো ঠান্ডা হয় না। ফিল্টার লাগানোর সময় সুইচ অন করে দেখে নিতে হবে বাতাস ঠিক মতো বেরোচ্ছে কিনা।
- প্রতি বছর একবার পেশাদার টেকনিশিয়ানের সাহায্যে এসির সার্ভিসিং করানো উচিত। শীতের সময় দীর্ঘ কয়েক মাস বন্ধ রেখে গরমের আগে চালু করার আগে সার্ভিসিং করা উচিত।
মন্তব্য করুন