- বিশেষ আয়োজন
- খুলনায় ১০ মার্চ থেকে নৌযান বন্ধের হুঁশিয়ারি
খুলনায় ১০ মার্চ থেকে নৌযান বন্ধের হুঁশিয়ারি

ফাইল ছবি
‘একতরফাভাবে’ নৌযান শ্রমিকদের বেতন ৬০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপ। অন্যথায় ১০ মার্চ রাত ১২টা থেকে নৌযান বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন নৌযান মালিকরা।
বুধবার রাত সোয়া ৮টার দিকে মালিক গ্রুপের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্রুপের মহাসচিব ওয়াহিদুজ্জামান খান পল্টু।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২২ ফেব্রুয়ারি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম ভবনে সভা করে। সভায় নৌযান মালিকের সক্ষমতা, বিশ্বব্যাপী মন্দা অবস্থা এবং পরিবহনযোগ্য পণ্যের অভাবের বিষয়টি বিবেচনা না করে একতরফাভাবে ২০১৬ সালে প্রকাশিত গেজেটে উল্লেখিত মূল বেতনের উপর ৬০ শতাংশ বৃদ্ধি করে নৌযান শ্রমিকদের বেতন স্কেল ঘোষণা করা হয়। এই অযৌক্তিক প্রস্তাবে সম্মত হয়ে নৌযান পরিচালনা করা সম্ভব নয়।
নৌযানের প্রকারভেদে যেমন যাত্রীবাহী, পণ্যবাহী, তেলবাহী নৌযান আছে এবং এগুলোর ধারণ ক্ষমতা বিভিন্ন রকম। নৌযানের প্রকারভেদে বড়-ছোট হিসেবে মালিকদের আয়-সক্ষমতা এক রকম নয়। কাজেই ঢালাওভাবে শতকরা হিসেবে বেতন-ভাতা নির্ধারণের কোনো সুযোগ নেই।
ওয়াহিদুজ্জামান পল্টু বলেন, যদি শ্রমিকদের ৬০ শতাংশ মজুরি বৃদ্ধির ঘোষণা আগামী ৭ দিনের মধ্যে পুনর্বিবেচনা না করা হয় তাহলে আগামী ১০ মার্চ রাত ১২টা থেকে নৌযান মালিকরা তাদের নৌযান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখতে বাধ্য হবেন।
মন্তব্য করুন