তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মরুর দেশে বাংলার বাঘ’ প্রতিপাদ্যে চলছে বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২৩-এর আঞ্চলিক পর্ব। নানা আয়োজনে ১০ মার্চ জাহাঙ্গীরনগর এবং ১১ মার্চ রংপুর ও খুলনার আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের প্রশিক্ষণ সহযোগী ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং কারিগরি সহযোগী ল্যাববাংলা

সকালের কুয়াশার চাদর ভেদ করে সোনারোদ বের হতে হতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে আসতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ১০ মার্চ সকাল সাড়ে ৯টায় উৎসবে শামিল হয় এ অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চারশ বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থী।
সকাল থেকে সমকাল সুহৃদ ও বিডিবিওর এনজাইমরা ব্যস্ত শেষ সময়ের প্রস্তুতিতে। পরীক্ষার প্রশ্ন প্রস্তুত, হলরুমে কারা থাকবে, খাবার প্রস্তুত করা, উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন, পরীক্ষা শেষে রেজাল্ট যাচাইসহ পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছেন সুহৃদ ও এনজাইমরা।
এসব কাজের নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুহৃদ সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শিকদার এবং জাহাঙ্গীরনগর অঞ্চলের উৎসব  আয়োজনের সাধারণ সম্পাদক জান্নাতুল ফিরদাউস সুমাইয়া।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ও সমকালের পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করা হয়। জাতীয় সংগীতের সময় এক সুরে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের কণ্ঠে মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নুহু আলম, বিডিবিও জাহাঙ্গীরনগর অঞ্চলের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহেদুর রহমান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক উম্মে সালমা যোহরা, সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু নাঈম তরুণ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর পর শিক্ষার্থীরা এক ঘণ্টার পরীক্ষায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ ভবনের বিভিন্ন বিভাগের কক্ষে। এ সময় সুহৃদ ও এনজাইমরা পরীক্ষার্থীদের প্রশ্ন বিতরণ ও পরীক্ষার নিয়মকানুন সম্পর্কে নির্দেশনা দেন। পাশাপাশি পরীক্ষার্থীদের মধ্যে খাবারও বিতরণ করেন তাঁরা। পরীক্ষা শেষে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রশ্নোত্তর পর্ব ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীরা জীববিজ্ঞানসহ বিজ্ঞানবিষয়ক নানা প্রশ্ন করার সুযোগ পায়। বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের নানা বুদ্ধিদীপ্ত প্রশ্নের সম্মুখীন হন শিক্ষকরা। শিক্ষার্থীদের এমন বুদ্ধিদীপ্ত প্রশ্ন আর বিশেষজ্ঞ প্যানেলের সদস্যদের যুক্তিনির্ভর উত্তরে মুখর হয়ে ওঠে উৎসবের প্রশ্নোত্তর পর্ব। এ সময় অতিথি শিক্ষকদের বিবেচনায় বুদ্ধিদীপ্ত সেরা ১০ জন প্রশ্নকারী শিক্ষার্থীকে জীববিজ্ঞানবিষয়ক বই পুরস্কার দেওয়া হয়।
শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন অধ্যাপক নুহু আলম, অধ্যাপক মোহাম্মদ শাহেদুর রহমান, অধ্যাপক উম্মে সালমা যোহরা, অধ্যাপক মো. গোলাম মোস্তফা ও অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিম ও অলিম্পিয়াডের আঞ্চলিক আহ্বায়ক অধ্যাপক মো. রেজাউল করিম।
পরে জীববিজ্ঞান অলিম্পিয়াডের জাহাঙ্গীরনগর অঞ্চলের পরীক্ষায় উত্তীর্ণ ৮৪ শিক্ষার্থীর হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেন উপস্থিত অতিথি শিক্ষকরা। যারা জাতীয় উৎসবে অংশ নিতে পারবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি