চলছে ঘোড়া টাটুম টাটুম
একখানা পা খোঁড়া
হাঁটতে হাঁটতে গতি হারায়
সরে দাঁড়া তোরা।

ঘোড়া যাবে বহুদূরে
টগবগিয়ে শুভপুরে

শোয়ার হয়ে ঘোড়ার পিঠে
আটকে দিলাম গিট
বীর পুরুষের মতো আমি
ঘোড়ার পিঠে পিট।

শুভপুরের পুল পেরিয়ে
জয়পুরের চরে
ঘাসবিছালি খাচ্ছে ঘোড়া
দেখে যা মন ভরে।

বিষয় : ছড়া-কবিতা চলছে ঘোড়া

মন্তব্য করুন