একটা ছিলো হাতি
পাড়লো একটা ডিম-
ডিম দেখে সব পশুপাখির
হাত-পা ধরে ঝিম!

ঘোড়ার হলেও অন্য কথা
কিন্তু এডিম হাতির
‘টক অফ দ্যা বন’ ডিমটি কারণ
ভীষণ মাতামাতির।
পূর্বে কোন হাতির জাতি
ডিম পাড়েনি আগে
সে ডিম নিয়ে কাড়াকাড়ি
বনের সিংহ বাঘে!

বনের পশুপাখি মিলে
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে সে বেরিয়ে এলো
ডাইনোসরের ছা!

বিষয় : ছড়া-কবিতা আজব ডিম

মন্তব্য করুন